স্ট্রিম ডেস্ক

নতুন অর্থবছরের শুরুতেই বড় সুখবর দিলেন প্রবাসী বাংলাদেশিরা। জুলাই মাসে তারা দেশে পাঠিয়েছেন ২.৪৮ বিলিয়ন ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় এই আয় ২৯ দশমিক ৪৮ শতাংশ বেশি।
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১.৯১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।
রবিবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এতে বলা হয়, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো অর্থ সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।
বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর ব্যবস্থা, প্রবাসী আয়ে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা অব্যাহত রাখা এবং ব্যাংকিং সেবার উন্নয়ন— এসব কারণে রেমিট্যান্সে এমন চাঙাভাব দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, গত জুন মাসেও প্রবাসীরা পাঠিয়েছিলেন ২ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের জুন মাসের তুলনায় ১১ শতাংশ বেশি।
২০২৪-২৫ অর্থবছর শেষে দেশের প্রাপ্ত রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে, যা এক বছরে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড। আগের অর্থবছরে (২০২৩-২৪) এই অঙ্ক ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ, বছরভিত্তিক প্রবৃদ্ধি প্রায় ২৭ শতাংশ।

নতুন অর্থবছরের শুরুতেই বড় সুখবর দিলেন প্রবাসী বাংলাদেশিরা। জুলাই মাসে তারা দেশে পাঠিয়েছেন ২.৪৮ বিলিয়ন ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় এই আয় ২৯ দশমিক ৪৮ শতাংশ বেশি।
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১.৯১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।
রবিবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এতে বলা হয়, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো অর্থ সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।
বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর ব্যবস্থা, প্রবাসী আয়ে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা অব্যাহত রাখা এবং ব্যাংকিং সেবার উন্নয়ন— এসব কারণে রেমিট্যান্সে এমন চাঙাভাব দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, গত জুন মাসেও প্রবাসীরা পাঠিয়েছিলেন ২ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের জুন মাসের তুলনায় ১১ শতাংশ বেশি।
২০২৪-২৫ অর্থবছর শেষে দেশের প্রাপ্ত রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে, যা এক বছরে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড। আগের অর্থবছরে (২০২৩-২৪) এই অঙ্ক ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ, বছরভিত্তিক প্রবৃদ্ধি প্রায় ২৭ শতাংশ।

ব্যাংক খাতে খেলাপি ঋণ আরও বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষ খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।
২ দিন আগে
২০২৪ সালের ডিসেম্বর মাসে পরিচালিত দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারিতে পাওয়া বিভিন্ন ধরনের তথ্যের মধ্যে ‘ব্যবসা নিবন্ধন তথ্যের’ এক-তৃতীয়াংশ ক্ষেত্রেই অসংগতি পাওয়া গেছে। এছাড়াও প্রতিষ্ঠানের ধরনে প্রায় ১৪ শতাংশ, কার্যক্রমের ধরনে ৮ শতাংশ, মালিকানা তথ্যের ক্ষেত্রে ৬ শতাংশ এবং অগ্নি নিরাপত্তা তথ্যের ক্ষেত্রে
৩ দিন আগে
শুধু জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দিয়ে বাজার তদারকি করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন। এই সমস্যার টেকসই ও কার্যকর সমাধানের জন্য একটি রাজনৈতিক সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
৩ দিন আগে
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২১৬ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৭৪৫ টাকা।
৩ দিন আগে