স্ট্রিম প্রতিবেদক
রপ্তানি আয় বাড়ানো ও খাতকে বহুমুখীকরণের লক্ষ্য সামনে রেখে আংশিক রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির বিপরীতে সাময়িক শুল্কমুক্ত বন্ড সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বন্ড সেবার পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম চলছে, যা শেষ হলে পুরোনো ম্যানুয়াল সেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।
গতকাল (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিনিয়োগ উন্নয়ন সংস্থাসমূহের দ্বিতীয় মাসিক সমন্বয় সভায় এ অগ্রগতি তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত প্রধান সিদ্ধান্তগুলো
সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—আংশিক রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান আমদানিকৃত কাঁচামাল ও উপকরণের ওপর প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের শতভাগ ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা পাবে। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। পাশাপাশি বন্ড সেবার পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা সম্পন্ন হলে পুরোনো ম্যানুয়াল সেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।
এ ছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ ও অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত ওয়্যারহাউস লাইসেন্সধারী শিল্পপ্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রায় খোলা অভ্যন্তরীণ ঋণপত্রের বিপরীতে পণ্য ও সেবা সরবরাহ করলে ইউটিলাইজেশন ডিক্লেয়ারেশনের (ইউডি) প্রযোজ্যতা শর্তসাপেক্ষে শিথিল করা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো বন্ড লাইসেন্সে ঘোষিত এইচএস কোড ও কাস্টমস পরীক্ষায় নির্ধারিত কোডের মধ্যে সামান্য অমিল থাকলেও প্রথম চার অঙ্ক মিলে গেলে চালান খালাস দেওয়া যাবে। তবে আমদানিকারককে ৩০ দিনের মধ্যে বন্ড লাইসেন্স বা ইউডিতে সংশোধনের অঙ্গীকারনামা জমা দিতে হবে। এই নির্দেশনা সব চলমান চালানের ক্ষেত্রেই কার্যকর হবে।
বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বিনিয়োগকারীদের যৌক্তিক চাহিদার ভিত্তিতে আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ড সুবিধাসহ বিভিন্ন নীতি সহায়তার প্রস্তাব নিয়ে কাজ করছি আমরা। সরকারের সমন্বিত প্রচেষ্টায় এটি কার্যকর হলে তৈরি পোশাকবহির্ভূত খাতে রপ্তানি বৃদ্ধি, বৈচিত্র্যকরণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত হবে।’
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘যৌক্তিক ও বিনিয়োগবান্ধব সুবিধা প্রদানে আমরা বদ্ধপরিকর। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে সেলফ-অ্যাসেসমেন্ট ও পোস্ট-ক্লিয়ারেন্স অডিটের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজনে আমি নিজেই সংস্কার বাস্তবায়নে সরাসরি হস্তক্ষেপ করব ।’
রপ্তানি আয় বাড়ানো ও খাতকে বহুমুখীকরণের লক্ষ্য সামনে রেখে আংশিক রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির বিপরীতে সাময়িক শুল্কমুক্ত বন্ড সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বন্ড সেবার পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম চলছে, যা শেষ হলে পুরোনো ম্যানুয়াল সেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।
গতকাল (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিনিয়োগ উন্নয়ন সংস্থাসমূহের দ্বিতীয় মাসিক সমন্বয় সভায় এ অগ্রগতি তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত প্রধান সিদ্ধান্তগুলো
সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—আংশিক রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান আমদানিকৃত কাঁচামাল ও উপকরণের ওপর প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের শতভাগ ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা পাবে। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। পাশাপাশি বন্ড সেবার পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা সম্পন্ন হলে পুরোনো ম্যানুয়াল সেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।
এ ছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ ও অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত ওয়্যারহাউস লাইসেন্সধারী শিল্পপ্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রায় খোলা অভ্যন্তরীণ ঋণপত্রের বিপরীতে পণ্য ও সেবা সরবরাহ করলে ইউটিলাইজেশন ডিক্লেয়ারেশনের (ইউডি) প্রযোজ্যতা শর্তসাপেক্ষে শিথিল করা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো বন্ড লাইসেন্সে ঘোষিত এইচএস কোড ও কাস্টমস পরীক্ষায় নির্ধারিত কোডের মধ্যে সামান্য অমিল থাকলেও প্রথম চার অঙ্ক মিলে গেলে চালান খালাস দেওয়া যাবে। তবে আমদানিকারককে ৩০ দিনের মধ্যে বন্ড লাইসেন্স বা ইউডিতে সংশোধনের অঙ্গীকারনামা জমা দিতে হবে। এই নির্দেশনা সব চলমান চালানের ক্ষেত্রেই কার্যকর হবে।
বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বিনিয়োগকারীদের যৌক্তিক চাহিদার ভিত্তিতে আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ড সুবিধাসহ বিভিন্ন নীতি সহায়তার প্রস্তাব নিয়ে কাজ করছি আমরা। সরকারের সমন্বিত প্রচেষ্টায় এটি কার্যকর হলে তৈরি পোশাকবহির্ভূত খাতে রপ্তানি বৃদ্ধি, বৈচিত্র্যকরণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত হবে।’
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘যৌক্তিক ও বিনিয়োগবান্ধব সুবিধা প্রদানে আমরা বদ্ধপরিকর। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে সেলফ-অ্যাসেসমেন্ট ও পোস্ট-ক্লিয়ারেন্স অডিটের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজনে আমি নিজেই সংস্কার বাস্তবায়নে সরাসরি হস্তক্ষেপ করব ।’
চাল থেকে শুরু করে ডাল, আটা-ময়দা, ডিম, মুরগি, মাছ কিংবা সবজি কোনোটিরই দাম সহনীয় পর্যায়ে নেই। একেকদিন বাজার করতে এসে ক্রেতারা পড়ছেন দোটানায়—কাঁটছাট করতে গিয়ে কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন। ব্যবসা ভালো হচ্ছে না বলে বিক্রেতারাও ক্ষুব্ধ।
৫ দিন আগেআওয়ামী লীগ সরকারের শেষ আট বছরে শ্রমিকনেতা ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলা প্রত্যাহার করা হয়েছে। ফলে মোট ৪৭ হাজার ৭ শ ২৮ জন অভিযুক্ত এবং অজ্ঞাতনামা ব্যক্তি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
৬ দিন আগেসামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় ৪৯ তম স্থানে রয়েছেন। সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তিনি এই তালিকায় স্থান পেয়েছেন। আর বিশ্বের শীর্ষ শতকোটির তালিকায় তার অবস্থান ৩০০০ তম।
৬ দিন আগেচলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে দেশের রপ্তানি খাত উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লাভ করেছিল। কিন্তু এক মাসের ব্যবধানে আগস্ট মাসে কমেছে দেশের তৈরি পোশাক রপ্তানি। এর ফলে সামগ্রিক পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। আগস্ট মাসে মোট রপ্তানি আয় আগের মাসের তুলনায় ২ দশমিক ৯৩ শতাংশ কমেছে।
৬ দিন আগে