ফারুক হোসাইন

ঢাকায় বসে ‘আমেরিকান’ বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক পিএইচডি নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান। বর্তমানে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য। শুধু মোখলেস নন, রাজধানীর সীমান্ত স্কয়ার মার্কেটের ‘ইগনাইটেড ব্রেইন্স’ থেকে অন্তত ৩৬ জন ভুয়া পিএইচডি নিয়েছেন। এ তালিকায় চিকিৎসক থেকে ধর্মীয় বক্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক এমনকি, বৌদ্ধদের গবেষণা প্রতিষ্ঠানের প্রধানও রয়েছেন।
২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীতে সমাবর্তন হয় ওই আমেরিকান বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়টির নাম আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটি, যেটি বাংলাদেশ থেকে সমন্বয় করে ‘ইগনাইটেড ব্রেইন্স’। সমাবর্তনটিতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষকসহ ২১ জনকে গাউন পরে সম্মানসূচক পিএইচডি নিতে দেখা যায়। এখন এসব ব্যক্তি নামের আগে ‘ডক্টর’ লিখছেন।
তবে স্ট্রিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটি নামে যুক্তরাষ্ট্রে কোনো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। এটিসহ অন্তত চারটি বিশ্ববিদ্যালয়ের নামে ঢাকায় বসে টাকার বিনিময়ে পিএইচডি দিচ্ছে ইগনাইটেড ব্রেইন্স। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মূল কার্যালয় ভারতের দিল্লিতে। ঢাকার ধানমন্ডির সীমান্ত স্কয়ার মার্কেটের দ্বিতীয় তলায় বাংলাদেশ অফিস, যার প্রধান আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ এখলাসুর রহমান।

সীমান্ত স্কয়ার মার্কেটের একটি ফটোকপি দোকান থেকে চলে ইগনাইটেড ব্রেইন্সের কার্যক্রম। কো-অর্ডিনেটর হিসেবে সবকিছু দেখভাল করেন বিউটিশিয়ান আনজুমান আরা শিউলি। ইগনাইটেড ব্রেইন্সের প্রেসিডেন্ট কথিত অধ্যাপক ড. মহেশ গান্ধী। ভারতীয় এই নাগরিককে ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক দাবি করেন আনজুমান আরা শিউলি। তবে ইউনিভার্সিটি অব শিকাগোর ডিরেক্টরিতে শিক্ষকদের নামের তালিকায় নেই মহেশ গান্ধী।
গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটির আরেকটি সমাবর্তন হয়েছে। সেখানে নতুন ১৫ জনকে ‘সম্মানসূচক ডক্টরেট’ ডিগ্রি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) তৎকালীন উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম। এবার পিএইচডি নেওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানতে পারেনি স্ট্রিম।
তবে ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সমাবর্তনে যে ২১ জনকে পিএইচডি সনদ দেওয়া হয়, তাদের তালিকা স্ট্রিমের হাতে এসেছে। ওই সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
গত বছরের সমাবর্তনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান ছাড়াও সনদ নিয়েছেন চক্রের হোতা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এখলাসুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এহতেশামুল হক, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন শিক্ষক ইমরুল হাসান, রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ জমিদার রহমান, ইসলামি বক্তা ফখরুল আশিকি, চট্টগ্রামের বুদ্ধিস্ট গ্লিমস ফর রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট কনক বরণ বড়ুয়া ও ন্যাচারাল ইয়োগিক অ্যান্ড হলিসটিক হিলিং অ্যান্ড রিসার্চ সোসাইটির নির্বাহী পরিচালক রিটন কুমার বড়ুয়া। আরও আছেন রুনা বেগম, মিজানুর রাহমান, মো. আবদুল্লাহ, কাজী মোমতাজ শিরিন, ফাতেমা রহমান, আবদুর রাজ্জাক, হাফিজা সুলতানা, আলতাফ হোসাইন, আবদুল হালিম, শফিকুল ইসলাম, হাজেরা খাতুন, শহিদুল ইসলাম, সেলিম রেজা। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
খণ্ডকালীন শিক্ষকরা একটি মাদার অর্গানাইজেশন থেকে আসেন। তো আমরা ধরে নিই সেখানে তাদের ডকুমেন্ট ভেরিফাই করা হয়। এর বাইরে আমাদের নিজস্ব যেসব ফ্যাকাল্টি সনদ জমা দেয়, সেগুলো ভেরিফাই করা হয়। আহমেদ তাজমীন, রেজিস্ট্রার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
পিএইচডি নেওয়া একাধিক ব্যক্তি স্ট্রিমকে জানিয়েছেন, আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটির অস্তিত্ব জেনেই তারা সম্মানসূচক ডিগ্রি নিয়েছেন। এ জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়েছেন। সমাবর্তনে উপস্থিত অতিথিদের দেখে প্রক্রিয়াটি ভুয়া বলে তাদের কাছ মনেই হয়নি।
এ ব্যাপারে রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ জমিদার রহমান স্ট্রিমকে বলেন, ‘আমি যতটুকু জানি বিশ্ববিদ্যালয়টি ভুয়া নয়। ডিগ্রি নেওয়ার জন্য একটা প্রসেস ফি তো থাকেই। আমি সেটা দিয়েছি।’ তবে কত টাকা দিয়েছেন, তা বলতে রাজি হননি তিনি।
ভুয়া পিএইচডি ধারকদের অন্যতম পরিকল্পনা কমিশনের সদস্য মোখলেস উর রহমান। সরকারি ওয়েবসাইটে তাঁর জীবনবৃত্তান্তে লেখা– মোখলেস উর রহমান যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (এমপিএ) ডিগ্রি নেন। পরে যুক্তরাষ্ট্রের আরেকটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। পিএইচডি নেওয়া বিশ্ববিদ্যালয়ের নাম সেখানে উল্লেখ নেই। তবে মোখলেস বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের খণ্ডকালীন শিক্ষক। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে তাঁর সংক্ষিপ্ত পরিচিতিতে লেখা, আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন মোখলেস উর রহমান।
এ ব্যাপারে মোখলেস উর রহমানকে বেশ কয়েকবার কল দিলে তিনি রিসিভ করেননি। বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি। গত ৯ ডিসেম্বর পরিকল্পনা কমিশনে তাঁর কার্যালয়ে গিয়েও মোখলেসকে পাওয়া যায়নি।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহমেদ তাজমীন স্ট্রিমকে বলেছেন, খণ্ডকালীন শিক্ষকরা একটি মাদার অর্গানাইজেশন থেকে আসেন। তো আমরা ধরে নিই সেখানে তাদের ডকুমেন্ট ভেরিফাই করা হয়। এর বাইরে আমাদের নিজস্ব যেসব ফ্যাকাল্টি সনদ জমা দেয়, সেগুলো ভেরিফাই করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে ২৮ আগস্ট মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। নানা বিতর্কিত কর্মকাণ্ডের মুখে গত ২১ সেপ্টেম্বর মোখলেস উর রহমানকে সরিয়ে দেওয়া হয়। অতিরিক্ত সচিব থাকা অবস্থায় ২০১৫ সালে তাঁকে অবসরে পাঠিয়েছিল আওয়ামী লীগ সরকার।
জনপ্রশাসনে আসার পর মোখলেসের বিরুদ্ধে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে কোটি টাকা ‘ঘুষ লেনদেনের’ অভিযোগ ওঠে। এ ঘটনা তদন্তে তিন উপদেষ্টাকে নিয়ে কমিটিও করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার করার অন্যতম ‘কুশীলব’ ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক সচিব মোখলেস উর রহমান। এ ঘটনায় গত ২৫ মে মোখলেস এবং দুদকের সাবেক তিন চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে।
ইগনাইটেড ব্রেইন্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভারতের বাইরে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে বাংলাদেশ, জার্মানি, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ কার্যালয়ের প্রধান হিসেবে রয়েছেন অধ্যাপক ডা. এখলাসুর রহমান। ওয়েবসাইটে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষের পাশাপাশি তাঁর প্রোফাইলে লেখা, সিলেট ওমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান।
বেসরকারি এই মেডিকেল কলেজটি পরিচালিত হয় হলি সিলেট হোল্ডিং লিমিটেডের অধীনে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বর্তমানে হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে পদাধিকারবলে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার। তবে আগে ডা. এখলাসুর রহমানও চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
ইগনাইটেড ব্রেইন্সের বিষয়ে কো-অর্ডিনেটর আনজুমান আরা শিউলি জানান, ইগনাইটেড ব্রেইন্সের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করানো হয়। এছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রিও দেওয়া হয়। তবে এটি একাডেমিক ডিগ্রি নয় বলে দাবি তাঁর।
বাইরের বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া পিএইচডি বিক্রির ব্যাপারে ডা. এখলাসুর রহমান স্ট্রিমকে বলেছেন, ‘আমি জানি আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটি আছে। তবে বিস্তারিত মহেশ গান্ধী বলতে পারবেন। টাকার বিনিময়ে ডিগ্রির বিষয়ও তিনিই ভালো জানেন।’
হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ঢাকায় সমাবর্তনে যোগ দেওয়ার কথা স্বীকার করেন মহেশ গান্ধী। অর্থের বিনিময়ে ব্যক্তিগত প্রোফাইলের ওপর ভিত্তি করে তারা পিইচডিসহ বিভিন্ন ডিগ্রি দেন বলে জানান। তিনি বলেন, আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটি ঢাকায় কয়েকজন খ্যাতিমান ব্যক্তিকে অনারারি ডক্টরেট দিয়েছে। এটা খ্যাতিমানরা নেন নামের আগে ‘ডক্টর’ লিখে সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য।

ঢাকায় বসে ‘আমেরিকান’ বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক পিএইচডি নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান। বর্তমানে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য। শুধু মোখলেস নন, রাজধানীর সীমান্ত স্কয়ার মার্কেটের ‘ইগনাইটেড ব্রেইন্স’ থেকে অন্তত ৩৬ জন ভুয়া পিএইচডি নিয়েছেন। এ তালিকায় চিকিৎসক থেকে ধর্মীয় বক্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক এমনকি, বৌদ্ধদের গবেষণা প্রতিষ্ঠানের প্রধানও রয়েছেন।
২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীতে সমাবর্তন হয় ওই আমেরিকান বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়টির নাম আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটি, যেটি বাংলাদেশ থেকে সমন্বয় করে ‘ইগনাইটেড ব্রেইন্স’। সমাবর্তনটিতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষকসহ ২১ জনকে গাউন পরে সম্মানসূচক পিএইচডি নিতে দেখা যায়। এখন এসব ব্যক্তি নামের আগে ‘ডক্টর’ লিখছেন।
তবে স্ট্রিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটি নামে যুক্তরাষ্ট্রে কোনো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। এটিসহ অন্তত চারটি বিশ্ববিদ্যালয়ের নামে ঢাকায় বসে টাকার বিনিময়ে পিএইচডি দিচ্ছে ইগনাইটেড ব্রেইন্স। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মূল কার্যালয় ভারতের দিল্লিতে। ঢাকার ধানমন্ডির সীমান্ত স্কয়ার মার্কেটের দ্বিতীয় তলায় বাংলাদেশ অফিস, যার প্রধান আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ এখলাসুর রহমান।

সীমান্ত স্কয়ার মার্কেটের একটি ফটোকপি দোকান থেকে চলে ইগনাইটেড ব্রেইন্সের কার্যক্রম। কো-অর্ডিনেটর হিসেবে সবকিছু দেখভাল করেন বিউটিশিয়ান আনজুমান আরা শিউলি। ইগনাইটেড ব্রেইন্সের প্রেসিডেন্ট কথিত অধ্যাপক ড. মহেশ গান্ধী। ভারতীয় এই নাগরিককে ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক দাবি করেন আনজুমান আরা শিউলি। তবে ইউনিভার্সিটি অব শিকাগোর ডিরেক্টরিতে শিক্ষকদের নামের তালিকায় নেই মহেশ গান্ধী।
গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটির আরেকটি সমাবর্তন হয়েছে। সেখানে নতুন ১৫ জনকে ‘সম্মানসূচক ডক্টরেট’ ডিগ্রি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) তৎকালীন উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম। এবার পিএইচডি নেওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানতে পারেনি স্ট্রিম।
তবে ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সমাবর্তনে যে ২১ জনকে পিএইচডি সনদ দেওয়া হয়, তাদের তালিকা স্ট্রিমের হাতে এসেছে। ওই সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
গত বছরের সমাবর্তনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান ছাড়াও সনদ নিয়েছেন চক্রের হোতা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এখলাসুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এহতেশামুল হক, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন শিক্ষক ইমরুল হাসান, রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ জমিদার রহমান, ইসলামি বক্তা ফখরুল আশিকি, চট্টগ্রামের বুদ্ধিস্ট গ্লিমস ফর রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট কনক বরণ বড়ুয়া ও ন্যাচারাল ইয়োগিক অ্যান্ড হলিসটিক হিলিং অ্যান্ড রিসার্চ সোসাইটির নির্বাহী পরিচালক রিটন কুমার বড়ুয়া। আরও আছেন রুনা বেগম, মিজানুর রাহমান, মো. আবদুল্লাহ, কাজী মোমতাজ শিরিন, ফাতেমা রহমান, আবদুর রাজ্জাক, হাফিজা সুলতানা, আলতাফ হোসাইন, আবদুল হালিম, শফিকুল ইসলাম, হাজেরা খাতুন, শহিদুল ইসলাম, সেলিম রেজা। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
খণ্ডকালীন শিক্ষকরা একটি মাদার অর্গানাইজেশন থেকে আসেন। তো আমরা ধরে নিই সেখানে তাদের ডকুমেন্ট ভেরিফাই করা হয়। এর বাইরে আমাদের নিজস্ব যেসব ফ্যাকাল্টি সনদ জমা দেয়, সেগুলো ভেরিফাই করা হয়। আহমেদ তাজমীন, রেজিস্ট্রার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
পিএইচডি নেওয়া একাধিক ব্যক্তি স্ট্রিমকে জানিয়েছেন, আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটির অস্তিত্ব জেনেই তারা সম্মানসূচক ডিগ্রি নিয়েছেন। এ জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়েছেন। সমাবর্তনে উপস্থিত অতিথিদের দেখে প্রক্রিয়াটি ভুয়া বলে তাদের কাছ মনেই হয়নি।
এ ব্যাপারে রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ জমিদার রহমান স্ট্রিমকে বলেন, ‘আমি যতটুকু জানি বিশ্ববিদ্যালয়টি ভুয়া নয়। ডিগ্রি নেওয়ার জন্য একটা প্রসেস ফি তো থাকেই। আমি সেটা দিয়েছি।’ তবে কত টাকা দিয়েছেন, তা বলতে রাজি হননি তিনি।
ভুয়া পিএইচডি ধারকদের অন্যতম পরিকল্পনা কমিশনের সদস্য মোখলেস উর রহমান। সরকারি ওয়েবসাইটে তাঁর জীবনবৃত্তান্তে লেখা– মোখলেস উর রহমান যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (এমপিএ) ডিগ্রি নেন। পরে যুক্তরাষ্ট্রের আরেকটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। পিএইচডি নেওয়া বিশ্ববিদ্যালয়ের নাম সেখানে উল্লেখ নেই। তবে মোখলেস বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের খণ্ডকালীন শিক্ষক। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে তাঁর সংক্ষিপ্ত পরিচিতিতে লেখা, আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন মোখলেস উর রহমান।
এ ব্যাপারে মোখলেস উর রহমানকে বেশ কয়েকবার কল দিলে তিনি রিসিভ করেননি। বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি। গত ৯ ডিসেম্বর পরিকল্পনা কমিশনে তাঁর কার্যালয়ে গিয়েও মোখলেসকে পাওয়া যায়নি।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহমেদ তাজমীন স্ট্রিমকে বলেছেন, খণ্ডকালীন শিক্ষকরা একটি মাদার অর্গানাইজেশন থেকে আসেন। তো আমরা ধরে নিই সেখানে তাদের ডকুমেন্ট ভেরিফাই করা হয়। এর বাইরে আমাদের নিজস্ব যেসব ফ্যাকাল্টি সনদ জমা দেয়, সেগুলো ভেরিফাই করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে ২৮ আগস্ট মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। নানা বিতর্কিত কর্মকাণ্ডের মুখে গত ২১ সেপ্টেম্বর মোখলেস উর রহমানকে সরিয়ে দেওয়া হয়। অতিরিক্ত সচিব থাকা অবস্থায় ২০১৫ সালে তাঁকে অবসরে পাঠিয়েছিল আওয়ামী লীগ সরকার।
জনপ্রশাসনে আসার পর মোখলেসের বিরুদ্ধে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে কোটি টাকা ‘ঘুষ লেনদেনের’ অভিযোগ ওঠে। এ ঘটনা তদন্তে তিন উপদেষ্টাকে নিয়ে কমিটিও করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার করার অন্যতম ‘কুশীলব’ ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক সচিব মোখলেস উর রহমান। এ ঘটনায় গত ২৫ মে মোখলেস এবং দুদকের সাবেক তিন চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে।
ইগনাইটেড ব্রেইন্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভারতের বাইরে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে বাংলাদেশ, জার্মানি, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ কার্যালয়ের প্রধান হিসেবে রয়েছেন অধ্যাপক ডা. এখলাসুর রহমান। ওয়েবসাইটে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষের পাশাপাশি তাঁর প্রোফাইলে লেখা, সিলেট ওমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান।
বেসরকারি এই মেডিকেল কলেজটি পরিচালিত হয় হলি সিলেট হোল্ডিং লিমিটেডের অধীনে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বর্তমানে হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে পদাধিকারবলে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার। তবে আগে ডা. এখলাসুর রহমানও চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
ইগনাইটেড ব্রেইন্সের বিষয়ে কো-অর্ডিনেটর আনজুমান আরা শিউলি জানান, ইগনাইটেড ব্রেইন্সের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করানো হয়। এছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রিও দেওয়া হয়। তবে এটি একাডেমিক ডিগ্রি নয় বলে দাবি তাঁর।
বাইরের বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া পিএইচডি বিক্রির ব্যাপারে ডা. এখলাসুর রহমান স্ট্রিমকে বলেছেন, ‘আমি জানি আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটি আছে। তবে বিস্তারিত মহেশ গান্ধী বলতে পারবেন। টাকার বিনিময়ে ডিগ্রির বিষয়ও তিনিই ভালো জানেন।’
হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ঢাকায় সমাবর্তনে যোগ দেওয়ার কথা স্বীকার করেন মহেশ গান্ধী। অর্থের বিনিময়ে ব্যক্তিগত প্রোফাইলের ওপর ভিত্তি করে তারা পিইচডিসহ বিভিন্ন ডিগ্রি দেন বলে জানান। তিনি বলেন, আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটি ঢাকায় কয়েকজন খ্যাতিমান ব্যক্তিকে অনারারি ডক্টরেট দিয়েছে। এটা খ্যাতিমানরা নেন নামের আগে ‘ডক্টর’ লিখে সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য।

আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটি, রয়েল আমেরিকান ইউনিভার্সিটিসহ কয়েকটি প্রতিষ্ঠানের নামে পিএইচডি দিয়ে থাকে ইগনাইটেড ব্রেইন্স। ইতোমধ্যে তাদের কাছ থেকে অন্তত ২০ জনের পিএইচডি নেওয়ার তথ্য পেয়েছে স্ট্রিম।
২০ ঘণ্টা আগে
সাতক্ষীরার আশাশুনি ডিগ্রি কলেজের শিক্ষক বজলুর রহমান। ২০১৮ সালে দীর্ঘ কর্মজীবনের ইতি টানেন। অবসরের টাকা পেতে ২০২২ সালের জুনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে আবেদন করেন। পরের মাসে কল্যাণ ট্রাস্টের টাকার জন্যও আবেদন করেছিলেন।
৪ দিন আগে
ঢাকার রাস্তায় অটোরিকশায় গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) বসানো হবে, যাতে নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করতে না পারে ‘বাংলার টেসলা’-খ্যাত এই বাহন। এছাড়া অটোরিকশার এলাকা ভাগ করে দেওয়া হবে; এতে এক এলাকার রিকশা অন্য এলাকায় গিয়ে চলাচল করতে পারবে না।
১২ দিন আগে
ভাঁজে কি, তা বিষয় নয়। মলাটে বঙ্গবন্ধু কিংবা শেখ পরিবারের কারও নাম মানেই গুরুত্বপূর্ণ। লুফে নিয়েছে জাতীয় গ্রন্থকেন্দ্র। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শেষ তিন অর্থবছরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মন্ত্রী-আমলাদের লেখা দ্বিগুণ দামে মানহীন, এমনকি ভারতীয় প্রকাশনীর বই কেনার অভিযোগ উঠেছে।
১৬ দিন আগে