leadT1ad

চিহ্নিত মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য করছে: মির্জা ফখরুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন। ছবি সংগৃহীত

পুরোনো চিহ্নিত মহল দেশে গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করে ফ্যাসিবাদের নতুন সংস্করণ চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা-আগুন, ছায়ানটে হামলা এবং সাংবাদিক নূরুল কবীরকে লাঞ্ছিত করার ঘটনা প্রমাণ করে ওই মহলটি পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, সরকারের নাকের ডগাতেই একটি মহল অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণও মনে করে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। ফলে দেশে-বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে চলেছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সব দল প্রতিবাদ করে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে। এ প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন পরিস্থিতিতে সংবাদপ্রতিষ্ঠানে ন‍্যাক্কারজনক হামলার ঘটনা আগামী জাতীয় নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করি।

রাজনৈতিক ও সামাজিক শক্তির ঐক্যের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্যবিরোধী সব রাজনৈতিক ও সামাজিক শক্তির আজ ঐক‍্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। যে ঐক্যের মাধ্যমে আমরা ফ‍্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তী সরকার ও জাতীয় নির্বাচন আদায় করেছি, তারই ধারাবাহিকতায় দেশপ্রেমিক শক্তিকে আজ আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় শুধু 'হাদি অজুহাত' উল্লেখ ক‌রে সংঘটিত ১১টি সহিংস ঘটনার নিন্দা ও ঘৃণা জানান তিনি। প‌রে বিএনপি মহাসচিব সেগুলোর নাম উল্লেখ করেন– খুলনা ও চট্টগ্রামে ভারতের হাইকমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ঢাকার প্রধান কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ, ধানমন্ডি ৩২ নম্বরে আবার অগ্নিসংযোগ-ভাঙচুর, ছায়ানটের কার্যালয়ে ভাঙচুর-আগুন, ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ, উত্তরায় ৩২টি দোকান ভাঙচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, রাজশাহীতে ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয় ভাঙচুর, ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা, চট্টগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় পুনরায় অগ্নিসংযোগ ও ভাঙচুর, বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা।

এ সময় মির্জা ফখরুল আবারও শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দাসহ অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, সালাহ‌উদ্দিন আহ‌মেদ, সে‌লিমা রহমান, ইকবাল মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহ‌মেদ প্রমুখ উপিস্থত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত