যুক্তরাষ্ট্রের রোয়ান বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞানের প্রফেসর ইমেরিটাস
আমার জ্ঞাতি ভাইবোনরা তাঁকে লাল কাকা বা মামা বলে ডাকত। তাঁর লাল ফেজ টুপির কারণেই সম্ভবত। নাকি তাঁর লালচে ত্বকের কারণে? এ ব্যাপারে আমি কখনো নিশ্চিত হতে পারিনি।