আজ সর্বকালের অন্যতম সেরা লাস্যময়ী তারকা বলে খ্যাত মেরিলিন মনরোর ৯৯তম জন্মবার্ষিকী। রূপ, খ্যাতি আর আকর্ষণের প্রতীক হয়ে ওঠা মনরোকে ঘিরে গ্ল্যামারের যত মোহ, তার আড়ালেই লুকিয়ে ছিল এক ভাঙা শৈশব, হৃদয়ভাঙা প্রেম, বারবার ব্যর্থ বিয়ে আর নিজেকে প্রমাণ করার এক জেদি চেষ্টা।