বাংলাদেশের শাসনব্যবস্থা, নগরায়ন ও সংস্কৃতিতে সুফিদের অংশগ্রহণের আলাপকে জনপরিসরে হাজির করা জরুরি বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক তাহমিদাল জামি।
দিনাজপুরের হিলিতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে গত ২৮ জানুয়ারি স্থানীয় মাঠে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল বাওনা ছাত্র কল্যাণ পরিষদ। খেলার আগে তারা মাইকিং করে প্রচারও করেছিল টুর্নামেন্ট আয়োজনের। টিকিটও বিক্রি হয়।বিপত্তি বাঁধে খেলা শুরু হওয়ার আগে।