পিতা, পিতৃতন্ত্র ও সিলভিয়া প্লাথের কবিতা
আজ বিশ্বখ্যাত কবি সিলভিয়া প্লাথের জন্মদিন। আমেরিকান এই কবি নিজেকে উজাড় করে ছড়িয়ে দিয়েছিলেন কবিতার শব্দপুঞ্জে। তিনি লিখেছেন ব্যক্তিক অভিজ্ঞতা ও আর্তনাদের কথা, লিখেছেন বাসনা ও বাস্তবের নিরন্তর সংঘাতের কথা। মূলত জীবনকেই করে তুলেছিলেন কবিতার বিষয়। সিলভিয়া প্লাথের জন্মদিনে তাঁকে নিয়ে লিখেছে কবি জফির সেতু