যুদ্ধ সব সময় বহুস্তরে হয়ে থাকে। পাড়ার চা-দোকান থেকে শুরু করে সেনানিবাস, ক্লাব থেকে প্রধানমন্ত্রীর অফিস, আড্ডা থেকে বাজারের ব্যাগ—যুদ্ধ হয় সর্বব্যাপী। যুদ্ধক্ষেত্রের আক্রমণ, প্রতি-আক্রমণ, যে খেলা জল-স্থল-অন্তরীক্ষে চলে—তার বাইরে যুদ্ধ চলে বহু ক্ষেত্রে। আর সেই ক্ষেত্রের অন্যতম হলো সংবাদমাধ্যম। দুই দেশ