leadT1ad

উত্তরায়–বিমান–বিধ্বস্ত /আন্তর্জাতিক গণমাধ্যমে উত্তরার বিমান দুর্ঘটনার খবর

মর্মান্তিক এ ঘটনায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত সব শেষ সংবাদ জানাচ্ছে, ‘কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বাংলাদেশে বিমানবাহিনীর বিমান, নিহত কমপক্ষে ৩১ জন। অন্তর্বর্তী সরকারের শোক দিবস ঘোষণা।’

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৯: ২৫
রয়টার্স, আল–জাজিরা, দ্য গার্ডিয়ানও সিএনএনের সংবাদের স্ক্রিনশট।

ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পরপরই বাংলাদেশের গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক প্রায় সব গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমেও এ দুর্ঘটনার কথা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

মর্মান্তিক এ ঘটনায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত সব শেষ সংবাদ জানাচ্ছে, ‘কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বাংলাদেশে বিমানবাহিনীর বিমান, নিহত কমপক্ষে ৩১ জন। অন্তর্বর্তী সরকারের শোক দিবস ঘোষণা।’

গতকাল ২১ জুলাই প্রকাশিত প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানির তথ্য দিয়েছে। তাদের শিরোনাম ছিল, ‘কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১৯’।

রয়টার্সের বরাতে একই ধরনের শিরোনামে প্রতিবেদন করেছে চীনা সংবাদমাধ্যম সিজিটিএন, সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ, ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দুসহ বিশ্বের অনেক সংবাদমাধ্যম।

রয়টার্স আজ (২২ জুলাই) ‘কীভাবে বিমানবাহিনীর যুদ্ধবিমান স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হলো?’ শিরোনামের এক সংবাদে এ বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদনও প্রকাশ করেছে।

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ভিডিওসহ বিবিসির সংবাদের শিরোনাম ছিল, ‘বাংলাদেশে কলেজে বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত অন্তত ১৯’।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘বাংলাদেশে স্কুল ক্যাম্পাসে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত’। আকাশে ওড়ার পর প্রশিক্ষণ জেটে কারিগরি ত্রুটি দেখা দিলে দুর্ঘটনাটি ঘটে; আহতের সংখ্যা প্রায় ২০০, নিহতদের মধ্যে পাইলটও রয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন ‘বিমান দুর্ঘটনায় মৃত্যুকূপে পরিণত হলো স্কুল, শোকে ভেঙে পড়া শিক্ষার্থীরা জবাব চান’ শিরোনামে প্রতিবেদন করেছে।

বার্তাসংস্থা এপির বরাতে স্পেনভিত্তিক সংবাদমাধ্যম এল পা’র প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘বাংলাদেশে স্কুলে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত।’ বাংলাদেশের রাজধানী ঢাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনার কারণ এখনো অজানা। এপির বরাতে একই ধরনের শিরোনামে প্রতিবেদন করেছে হংকং-এর সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির বরাতে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কম্পাস প্রত্যক্ষদর্শীর বয়ানে ঢাকার বিমান দুর্ঘটনার বর্ণনা নিয়ে প্রতিবেদন করেছে।

রাশিয়ান সংবাদমাধ্যম রাশিয়া টুডে দুর্ঘটনার খবরের পাশাপাশি বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুলের অভিজ্ঞতার কথাও প্রকাশ করেছে।

জাপানের সংবাদমাধ্যম দ্য জাপান নিউজ দুর্ঘটনার খবরের পাশাপাশি প্রতিবেদনে নেপালকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জয় বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি উৎসর্গ করার খবর প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এটিকে বাংলাদেশের অন্যতম প্রাণঘাতী বিমান বিধ্বস্তের ঘটনা বলে উল্লেখ করেছে।

প্রতিবেশী দেশ ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ‘ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ জেট স্কুলে বিধ্বস্ত; অন্তত ২০ জন নিহত–ভিডিও ফুটেজে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে’ শিরোনামে প্রতিবেদন করেছে।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন-এর শিরোনামও ছিল অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মতোই। দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

উত্তরায় মাইলস্টোন কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দুর্ঘটনার খবর সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস, পাকিস্তানি দ্য এক্সপ্রেস ট্রিবিউন, এপি, এএফপি, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ডেকান হেরাল্ডসহ বিশ্বের প্রায় সব প্রধান সংবাদমাধ্যমেই গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

Ad 300x250

চলে গেলেন মাইলস্টোনের আরেক শিক্ষক মাসুকা বেগম

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩২

ঐক্যবদ্ধ থাকতে হবে, সঙ্কটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে: তারেক রহমান

ফ্যাসিবাদের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ: প্রধান উপদেষ্টার সঙ্গে চার দলের বৈঠক শেষে আসিফ নজরুল

চার দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষ: সাম্প্রতিক বিষয় ও আগামীর পথচলা নিয়ে আলোচনা

সম্পর্কিত