সোমবার (২১ জুলাই) প্রথমবারের মতো দেইর আল-বালাহর দক্ষিণ ও পূর্ব অংশে ট্যাংক নিয়ে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া ইসরায়েলি বাহিনী দ্বারা অবরুদ্ধ গাজার ভেতরে খেতে না পেয়ে মারা গেছে এক নবজাতক ও একটি ছোট্ট বাচ্চা।
স্ট্রিম ডেস্ক
গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন আরও ৬০ জনের বেশি মানুষ। এর মধ্যে ১১ জন ত্রাণ নেওয়ার অপেক্ষায় ছিলেন।
স্থানীয় সময় গতকাল সোমবার (২১ জুলাই) এসব নিহতের খবর জানিয়েছে আল-জাজিরা।
সোমবার প্রথমবারের মতো দেইর আল-বালাহর দক্ষিণ ও পূর্ব অংশে ট্যাংক নিয়ে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী।
এ ছাড়া ইসরায়েলি বাহিনী দ্বারা অবরুদ্ধ গাজার ভেতরে খেতে না পেয়ে মারা গেছে এক নবজাতক ও একটি ছোট্ট বাচ্চা।
যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজায় ভয়াবহ খাদ্যসংকট তৈরি হয়েছে। হাজার হাজার শিশু ও নারী তীব্র অপুষ্টিতে ভুগছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, অবরুদ্ধ ভূখণ্ডে মানবিক সাহায্য ঢুকছে অত্যন্ত ধীরগতিতে।
ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, গাজায় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য-কর্মীরা ক্ষুধা ও ক্লান্তিতে অজ্ঞান হয়ে পড়ছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) থেকে সোমবার পর্যন্ত অপুষ্টির কারণে মারা গেছেন ১৯ জন।
এদিকে বিশ্বের ২৫টি দেশ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের দেওয়া এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকার জনগণের দুর্দশা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে এবং এই যুদ্ধ আর চলতে দেওয়া যায় না।
২১ মাসের বেশি সময় গাজায় চলমান ইসরায়েলের হত্যাযজ্ঞে উপত্যকাটির ২০ লাখের বেশি বাসিন্দার মানবিক পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৯ হাজার ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৪২ হাজার ১৩৫ জন।
গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন আরও ৬০ জনের বেশি মানুষ। এর মধ্যে ১১ জন ত্রাণ নেওয়ার অপেক্ষায় ছিলেন।
স্থানীয় সময় গতকাল সোমবার (২১ জুলাই) এসব নিহতের খবর জানিয়েছে আল-জাজিরা।
সোমবার প্রথমবারের মতো দেইর আল-বালাহর দক্ষিণ ও পূর্ব অংশে ট্যাংক নিয়ে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী।
এ ছাড়া ইসরায়েলি বাহিনী দ্বারা অবরুদ্ধ গাজার ভেতরে খেতে না পেয়ে মারা গেছে এক নবজাতক ও একটি ছোট্ট বাচ্চা।
যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজায় ভয়াবহ খাদ্যসংকট তৈরি হয়েছে। হাজার হাজার শিশু ও নারী তীব্র অপুষ্টিতে ভুগছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, অবরুদ্ধ ভূখণ্ডে মানবিক সাহায্য ঢুকছে অত্যন্ত ধীরগতিতে।
ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, গাজায় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য-কর্মীরা ক্ষুধা ও ক্লান্তিতে অজ্ঞান হয়ে পড়ছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) থেকে সোমবার পর্যন্ত অপুষ্টির কারণে মারা গেছেন ১৯ জন।
এদিকে বিশ্বের ২৫টি দেশ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের দেওয়া এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকার জনগণের দুর্দশা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে এবং এই যুদ্ধ আর চলতে দেওয়া যায় না।
২১ মাসের বেশি সময় গাজায় চলমান ইসরায়েলের হত্যাযজ্ঞে উপত্যকাটির ২০ লাখের বেশি বাসিন্দার মানবিক পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৯ হাজার ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৪২ হাজার ১৩৫ জন।
মর্মান্তিক এ ঘটনায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত সব শেষ সংবাদ জানাচ্ছে, ‘কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বাংলাদেশে বিমানবাহিনীর বিমান, নিহত কমপক্ষে ৩১ জন। অন্তর্বর্তী সরকারের শোক দিবস ঘোষণা।’
৫ ঘণ্টা আগেইসরায়েল গত সপ্তাহে গাজার গির্জায় ও সিরিয়ার সরকারি বাসভবনে বিমান হামলা করে। নেতানিয়াহুকে নিয়ে হোয়াইট হাউজে সন্দেহ বাড়ছিল আগে থেকেই। এই দুই ঘটনার পর ইসরায়েলের কর্মকাণ্ডে বিস্মিত হয়েছেন ট্রাম্প। সিএনএন-এর জেরেমি ডায়মন্ড, করিম খাদ্দার এবং মোহাম্মদ তৌফিকের তৈরি প্রতিবেদনের সংক্ষিপ্ত অনুবাদ।
৭ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। মেয়াদের মাঝখানেই জগদীপ ধনখড়ের পদত্যাগ ঘিরে শুরু হয়েছে জল্পনা। সরকারিভাবে পদত্যাগের কারণ হিসেবে স্বাস্থ্যের কথা জানানো হলেও, ভারতের বিরোধীদলীয় নেতারা বলছেন, এর পেছনে স্পষ্টতই...
৭ ঘণ্টা আগেন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে প্রতি বছর গড়ে ৭ হাজারটি যৌতুক-সংক্রান্ত মৃত্যুর মামলা নথিভুক্ত হয়েছে।
১ দিন আগে