leadT1ad

ইসরায়েল-ফিলিস্তিন-সংঘাত /গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০

সোমবার (২১ জুলাই) প্রথমবারের মতো দেইর আল-বালাহর দক্ষিণ ও পূর্ব অংশে ট্যাংক নিয়ে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া ইসরায়েলি বাহিনী দ্বারা অবরুদ্ধ গাজার ভেতরে খেতে না পেয়ে মারা গেছে এক নবজাতক ও একটি ছোট্ট বাচ্চা।

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৬: ০৪
যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজায় হাজার হাজার শিশু ও নারী তীব্র অপুষ্টিতে ভুগছেন। ছবি: আল-জাজিরা

গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন আরও ৬০ জনের বেশি মানুষ। এর মধ্যে ১১ জন ত্রাণ নেওয়ার অপেক্ষায় ছিলেন।

স্থানীয় সময় গতকাল সোমবার (২১ জুলাই) এসব নিহতের খবর জানিয়েছে আল-জাজিরা।

সোমবার প্রথমবারের মতো দেইর আল-বালাহর দক্ষিণ ও পূর্ব অংশে ট্যাংক নিয়ে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী।

এ ছাড়া ইসরায়েলি বাহিনী দ্বারা অবরুদ্ধ গাজার ভেতরে খেতে না পেয়ে মারা গেছে এক নবজাতক ও একটি ছোট্ট বাচ্চা।

যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজায় ভয়াবহ খাদ্যসংকট তৈরি হয়েছে। হাজার হাজার শিশু ও নারী তীব্র অপুষ্টিতে ভুগছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, অবরুদ্ধ ভূখণ্ডে মানবিক সাহায্য ঢুকছে অত্যন্ত ধীরগতিতে।

ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, গাজায় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য-কর্মীরা ক্ষুধা ও ক্লান্তিতে অজ্ঞান হয়ে পড়ছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) থেকে সোমবার পর্যন্ত অপুষ্টির কারণে মারা গেছেন ১৯ জন।

এদিকে বিশ্বের ২৫টি দেশ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের দেওয়া এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকার জনগণের দুর্দশা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে এবং এই যুদ্ধ আর চলতে দেওয়া যায় না।

২১ মাসের বেশি সময় গাজায় চলমান ইসরায়েলের হত্যাযজ্ঞে উপত্যকাটির ২০ লাখের বেশি বাসিন্দার মানবিক পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৯ হাজার ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৪২ হাজার ১৩৫ জন।

Ad 300x250

ফ্যাসিবাদের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ: প্রধান উপদেষ্টার সঙ্গে চার দলের বৈঠক শেষে আসিফ নজরুল

চার দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষ: সাম্প্রতিক বিষয় ও আগামীর পথচলা নিয়ে আলোচনা

চার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

৯ ঘণ্টা পর মাইলস্টোন থেকে বের হতে পারলেন দুই উপদেষ্টা

১৯৭২ থেকে ২০২৫: ঢাকায় ৬ বিমান দুর্ঘটনা

সম্পর্কিত