বাংলার কৃষি ও লক্ষ্মীর তিন রূপ
বাংলার কৃষিসমাজে লক্ষ্মী বছরের ভিন্ন ভিন্ন সময়ে নাম এবং রূপ বদলে ফেলতেন? প্রাচীন বাংলায় লক্ষ্মী ছিলেন একজনই, কিন্তু কৃষিকাজের তিনটি প্রধান ধাপকে ঘিরে তাঁর পূজা হতো তিনবার, ভিন্ন তিনটি নামে। ‘বাংলার ব্রত’ বইয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর এই আশ্চর্য প্রথাটির কথা তুলে ধরেছেন। আসুন, পরিচিত হই বাংলার সেই তিন রূপী