ঢাকায় শেষ হলো আদিবাসী খাদ্য ও শস্য মেলা-২০২৫
রাজধানী ঢাকায় শেষ হয়েছে দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা-২০২৫’। গত ২১ ও ২২ নভেম্বর, মিরপুর-১৩ নম্বরের পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই মেলা। আদিবাসী সংস্কৃতির বৈচিত্র্যময় খাবার ও শস্যের সাথে নগরবাসীকে পরিচয় করিয়ে দিতেই ছিল এই আয়োজন।