ভূমিকম্প নিয়ে বিশ্বের নানা প্রান্তে যত মিথ
ভাবুন তো, ভূমিকম্পে আপনার বাড়ি নড়ছে আর আপনি ভাবছেন, নিচে নিশ্চিত কোনো বিশাল প্রাণী তার লেজ নাড়াচ্ছে! অথবা কোথাও চলছে দেবতা-দৈত্যের লড়াই, কোথাও বিশাল কোনো মাছ দিচ্ছে হাঁচি! বিজ্ঞানকে খানিকক্ষণের জন্য আলমারিতে তুলে রেখে, ভূমিকম্প নিয়ে বিশ্বের নানা প্রান্তে প্রচলিত কিছু মজাদার লোককথা জেনে নেওয়া যাক