বাংলার ভূত-প্রেতের পলিটিক্স
ভূত-প্রেতে বিশ্বাস করুক বা না করুক, ভূত নিয়া মানুষের কৌতূহল ও উৎসাহের অন্ত নাই। বাংলার লোককাহিনী ও বিশ্বাসে আছে নানান রকম ভূত-প্রেতের উপস্থিতি। এইসব ভূতের স্বভাব-চরিত্র ও আচরণে কি বাংলার জীবন ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন থাকে? বাংলার বিচিত্রসব ভূতকে ঘিরে, এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা এই লেখা।