বাংলাদেশে ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে চাকরিতে প্রবেশ ও সুযোগ সুবিধা নিয়ে স্নাতক প্রকৌশলীদের এই দ্বন্দ্ব অনেক পুরোনো। গত দুই দিন ধরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দাবিতে আন্দোলন করছে। এই আন্দোলনের পর আবার নতুন করে সেই দ্বন্দ্ব সামনে এসেছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যায়ে (বুয়েট) বেলা ১২টার দিকে গিয়ে দেখা গেছে, সেখানে প্রতিদিনের মতো কর্মব্যস্ততা নেই, চারদিকে শুনশান নীরবতা। ছাত্র-শিক্ষকদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। তাঁরা কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নেননি।