ভারতের পাসপোর্টের মান কমছে কেন
অর্থনৈতিকভাবে ভারতের চেয়ে অনেক ছোট দেশ—যেমন রুয়ান্ডা (৭৮তম), ঘানা (৭৪তম) ও আজারবাইজান (৭২তম) এই সূচকে ভারতের চেয়ে উপরে অবস্থান করছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও ভারতের এই অবস্থান অনেক বিশ্লেষককে বিস্মিত করেছে।