ত্রিপুরায় পিটিয়ে-তীর মেরে হবিগঞ্জের তিনজনকে হত্যা
ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকার কারেঙ্গিছড়া দিয়ে সোমবার ভারতে প্রবেশ করেন হবিগঞ্জের তিনজন। ওই স্থানটি সীমান্তের শূন্যলাইন থেকে ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে। গরু চোর সন্দেহে তাদের মারধর ও তীর মেরে হত্যা করে সেখানকার স্থানীয়রা।