ফেসবুক আর নেই আগের ফেসবুক। সে যেন এখন টিকটকের এক নতুন সংস্করণ। একসময় ফেসবুকের নিউজফিডজুড়ে থাকত শুধু বন্ধুদের সুন্দর কিছু মুহূর্তের ছবি, ছুটির দিনের গল্প কিংবা নানা রকম অনুভূতির গল্প। আমরা কাজের ফাঁকে সময় পেলেই স্ক্রল করতাম কিছুক্ষণ।
টিকটক বানাবার জন্য ক্যামেরা জোগাড় করতে খুন করা হয় আলোকচিত্রী নূরুল ইসলামকে। গত ১৬ মে শুক্রবার রাজধানীর হাজারীবাগের জাফরবাদ এলাকায় খুন করা হয় তাঁকে। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের সবার বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। গ্রেপ্তারকৃতরা হলেন, নাঈম আহম্মেদ (২০), শাহীন অকন্দ ওরফে শাহিনুল (২০)