তুই আর আমি তো একই: উডি অ্যালেনের জেলিগ
সিনেমা দেখারে এখন আর তেমন কোনো ক্রিয়েটিভ কাজ হিসাবে গোনায় ধরা হয় না। সিনেমা কি আর্ট নাকি স্রেফ বিনোদন— এই ক্যাচাল ‘আদর্শ সিনেমাপ্রেমী’দের কাছে যতই কুরুচিপূর্ণ শোনাক, গণতান্ত্রিক নিয়মে ‘সিনেমা এখন বিনোদন’ বলেই জয়যুক্ত হয়েছে। পাবলিক এখন পয়সা খরচ করে মজা পাওয়ার জন্যই হলে যায়, সাবস্ক্রিপশন কেনে।