ঘোস্ট রাইটিংয়ের আদ্যোপান্ত
বর্তমানে ঘোস্ট রাইটিং সাহিত্য জগতের অপরিহার্য অংশ। এই লেখকরা ব্যস্ত পেশাজীবী, সেলিব্রিটি ও রাজনীতিবিদদের তাঁদের অভিজ্ঞতা ও চিন্তাধারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেন। এতে তাঁদের নিজেদের সময় ও শ্রম ব্যয় করে বই লিখতে হয় না। কেউ কেউ একে প্রতারণা মনে করলেও ঘোস্ট রাইটিং এখন একটি স্বীকৃত পেশা...