
.png)

গেল আগস্টে গণপিটুনিতে নিহত ২৩
ঘড়িতে তখন রাত প্রায় ১২টা। ফটিকছড়ির কাঞ্চননগরের সেতুর ওপর দিয়ে বাড়ি ফিরছিল তিন বন্ধু রিহান মাহিন, রাহাত ও মানিক। কক্সবাজার ঘুরে তারা মাত্রই বাসায় ফিরছিল। হঠাৎই চারপাশে শোনা গেল চিৎকার ‘চোর চোর, ধর ধর’। মুহূর্তের মধ্যেই লাঠি হাতে দৌড়ে এলো কয়েকজন যুবক। তিন কিশোরকে আটকানো হলো সেতুর পাশে।

ঘটনাটির একটি ভিডিও গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ জনতা আটক দুই যুবককে লক্ষ্য করে বলছে, ‘তোদের মতো লোকদের কারণেই দেশটা শেষ হয়ে যাচ্ছে। তোদের আর ছাড় নেই।’