গেল আগস্টে গণপিটুনিতে নিহত ২৩
ঘড়িতে তখন রাত প্রায় ১২টা। ফটিকছড়ির কাঞ্চননগরের সেতুর ওপর দিয়ে বাড়ি ফিরছিল তিন বন্ধু রিহান মাহিন, রাহাত ও মানিক। কক্সবাজার ঘুরে তারা মাত্রই বাসায় ফিরছিল। হঠাৎই চারপাশে শোনা গেল চিৎকার ‘চোর চোর, ধর ধর’। মুহূর্তের মধ্যেই লাঠি হাতে দৌড়ে এলো কয়েকজন যুবক। তিন কিশোরকে আটকানো হলো সেতুর পাশে।