হুমায়ূনের আদালত অবমাননা
হুমায়ূন আহমেদের ‘দরজার ওপাশে’ উপন্যাসে এক জেল-ফেরত আসামির আপত্তিকর সংলাপ ছিল বিচরপতিদের সম্পর্কে। সাক্ষাৎকারে এই প্রসঙ্গটি ছাপা হওয়ার পরদিনই জুডিসিয়াল কাউন্সিল বৈঠক করে ‘আদালত অবমাননা’র মামলা ঠুকে দেন। হুমায়ূন আহমেদ ১ নম্বর আসামি, মতিউর রহমান চৌধুরী ২, প্রতিবেদক আফজাল রহমান ও মেহজাবীন খান।