বঙ্গভঙ্গ: আমাদের শৃঙ্খল না মুক্তি (পর্ব-২)
আজ ১৬ অক্টোবর। ১৯০৫ সালের এই দিনে ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে সম্পন্ন হয় প্রথম বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ বাংলার ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই উপলক্ষে স্ট্রিমের বিশেষ সাক্ষাৎকার সিরিজ ‘বঙ্গভঙ্গ : আমাদের শৃঙ্খল না মুক্তি’-এর এই পর্বের অতিথি ছিলেন গবেষক আজিজুল রাসেল।