৬৭ বছরের জীবনে ৩ হাজারেরও বেশি খবর খুঁড়েছেন কিশোরগঞ্জের মনু মিয়া। আজ নিজেই কবরবাসী হলেন তিনি। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর জানান, আজ শনিবার (২৮ জুন) সকাল ১০টায় আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে মারা গেছেন মনু মিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্ট্রিম প্রতিবেদক
কারও মৃত্যুসংবাদ কানে এলেই হলো, তখনই ঘোড়া ছুটিয়ে কবর খুঁড়তে যেতেন মনু মিয়া! কি ঝড়, কি বৃষ্টি, কি শীত, কি তাপদাহ—কোনো কিছুই আটকাতে পারত না তাঁকে।
৬৭ বছরের জীবনে ৩ হাজারেরও বেশি কবর খুঁড়েছেন কিশোরগঞ্জের মনু মিয়া। আজ নিজেই কবরবাসী হলেন তিনি। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর জানান, আজ শনিবার (২৮ জুন) সকাল ১০টায় আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে মারা গেছেন মনু মিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মনু মিয়ার মৃত্যুতে সত্যিকার অর্থেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকায় তাঁর পরিচয় ছিল ‘শেষ ঠিকানার কারিগর’ নামে। জীবনের প্রায় ৫০ বছর ব্যয় করেছেন কবর খোঁড়ার কাজে। আশেপাশে কোথাও কারও মৃত্যুসংবাদ পেলেই ঘোড়া নিয়ে ছুটে যেতেন তিনি। কবর খোঁড়া থেকে শুরু করে দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সব কাজ সেরে তারপর বাড়ি ফিরতেন। এই কাজের বিনিময়ে কখনো কিছু চাননি মনু মিয়া।
স্থানীয় আইনজীবী শেখ মোহাম্মদ রোকন রেজা বলেন, ‘মাত্র ১৮ বছর বয়সে কবর খোঁড়া শুরু করেছিলেন মনু মিয়া। আমরা তাঁর ডায়েরি থেকে জানতে পেরেছি, তিনি অন্তত ৩ হাজার ৫৭টি কবর খুঁড়েছেন।’
আজ আসরের নামাজের পর স্থানীয় গোরস্থানসংলগ্ন মাঠে যখন তাঁর জানাজা অনুষ্ঠিত হয়, তখন শোকাবহ এলাকাবাসীর ঢল নেমেছিল ওই মাঠে। জানাজা শেষে ওই কবরস্থানেই দাফন করা হয় মনু মিয়াকে।
মাঝে মাঝেই দূরবর্তী কোনো গ্রামে মৃত্যুর খবর পেতেন মনু মিয়া। সেখানে পায়ে হেঁটে পৗঁছাতে দেরি হয়ে যেত। তাই এক সময় একটি ঘোড়ার প্রয়োজনীয়তা অনুভব করেন এই গোরখোদক। স্থানীয় বাসিন্দাদের কেউ বলেন, নিজের জমি বিক্রি বিক্রি করে একটি ঘোড়া কিনেছিলেন মনু মিয়া। কেউ বলেন, নিজের একটি ছোট্ট দোকান ছিল মনু মিয়ার, সেটিই বিক্রি করে ঘোড়া কিনেছিলেন তিনি।
যেভাবেই হোক, ঘোড়াটি কেনার পর তাঁর যাত্রা সহজ হয়েছিল। ঘোড়াটি সচল রেখেছিল তাঁকে। কিন্তু বার্ধক্যজনিতকারণে গত মে মাসে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন মনু মিয়া। আর সেই সুযোগে গত ১৬ মে কে বা কারা ঘোড়াটিকে নির্মমভাবে হত্যা করে মিঠামইন উপজেলার কাঠখাল ইউনিয়নের হাসিমপুর গ্রামে ফেলে রাখে।
এ ঘটনা নিয়ে তখন সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছিল। মনু মিয়ার ঘোড়াকে মেরে ফেলার খবরটি দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হলে অনেকেই তাঁকে ঘোড়া কিনে দিতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু আত্মমর্যাদার কাছে কখনো মাথা না নোয়ানো মনু মিয়া কারও কাছ থেকে ঘোড়া নিতে অস্বীকৃতি জানান।
এলাকাবাসী জানান, দুর্বৃত্তরা প্রিয় ঘোড়াটিতে মেরে ফেলার পর মানসিকভাবে মুষড়ে পড়েছিলেন মনু মিয়া। নিঃসন্তান মনু মিয়ার প্রিয়জন বলতে ছিল স্ত্রী ও সেই ঘোড়া। প্রিয়জন হারানোর বেদনার সঙ্গে শরীরে জেঁকে বসে নানা অসুখ। আজ অসুস্থতা কেড়ে নিল তাঁর জীবন।
জীবনের শেষ পর্যায়ে অসুস্থ মনু মিয়া গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। তোমরা সবাই দোয়া কর। আমার কোনো টাকা-পয়সা চাই না, আমি শুধু দোয়া চাই। আমার একটাই ইচ্ছা, সুস্থ হয়ে হজে যাব, তবে নিজের টাকায় যাব।’
সেই ইচ্ছে পূরণ হলো না মনু মিয়ার। আক্ষেপ নিয়েই অন্যভুবনে পাড়ি জমালেন।
কারও মৃত্যুসংবাদ কানে এলেই হলো, তখনই ঘোড়া ছুটিয়ে কবর খুঁড়তে যেতেন মনু মিয়া! কি ঝড়, কি বৃষ্টি, কি শীত, কি তাপদাহ—কোনো কিছুই আটকাতে পারত না তাঁকে।
৬৭ বছরের জীবনে ৩ হাজারেরও বেশি কবর খুঁড়েছেন কিশোরগঞ্জের মনু মিয়া। আজ নিজেই কবরবাসী হলেন তিনি। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর জানান, আজ শনিবার (২৮ জুন) সকাল ১০টায় আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে মারা গেছেন মনু মিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মনু মিয়ার মৃত্যুতে সত্যিকার অর্থেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকায় তাঁর পরিচয় ছিল ‘শেষ ঠিকানার কারিগর’ নামে। জীবনের প্রায় ৫০ বছর ব্যয় করেছেন কবর খোঁড়ার কাজে। আশেপাশে কোথাও কারও মৃত্যুসংবাদ পেলেই ঘোড়া নিয়ে ছুটে যেতেন তিনি। কবর খোঁড়া থেকে শুরু করে দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সব কাজ সেরে তারপর বাড়ি ফিরতেন। এই কাজের বিনিময়ে কখনো কিছু চাননি মনু মিয়া।
স্থানীয় আইনজীবী শেখ মোহাম্মদ রোকন রেজা বলেন, ‘মাত্র ১৮ বছর বয়সে কবর খোঁড়া শুরু করেছিলেন মনু মিয়া। আমরা তাঁর ডায়েরি থেকে জানতে পেরেছি, তিনি অন্তত ৩ হাজার ৫৭টি কবর খুঁড়েছেন।’
আজ আসরের নামাজের পর স্থানীয় গোরস্থানসংলগ্ন মাঠে যখন তাঁর জানাজা অনুষ্ঠিত হয়, তখন শোকাবহ এলাকাবাসীর ঢল নেমেছিল ওই মাঠে। জানাজা শেষে ওই কবরস্থানেই দাফন করা হয় মনু মিয়াকে।
মাঝে মাঝেই দূরবর্তী কোনো গ্রামে মৃত্যুর খবর পেতেন মনু মিয়া। সেখানে পায়ে হেঁটে পৗঁছাতে দেরি হয়ে যেত। তাই এক সময় একটি ঘোড়ার প্রয়োজনীয়তা অনুভব করেন এই গোরখোদক। স্থানীয় বাসিন্দাদের কেউ বলেন, নিজের জমি বিক্রি বিক্রি করে একটি ঘোড়া কিনেছিলেন মনু মিয়া। কেউ বলেন, নিজের একটি ছোট্ট দোকান ছিল মনু মিয়ার, সেটিই বিক্রি করে ঘোড়া কিনেছিলেন তিনি।
যেভাবেই হোক, ঘোড়াটি কেনার পর তাঁর যাত্রা সহজ হয়েছিল। ঘোড়াটি সচল রেখেছিল তাঁকে। কিন্তু বার্ধক্যজনিতকারণে গত মে মাসে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন মনু মিয়া। আর সেই সুযোগে গত ১৬ মে কে বা কারা ঘোড়াটিকে নির্মমভাবে হত্যা করে মিঠামইন উপজেলার কাঠখাল ইউনিয়নের হাসিমপুর গ্রামে ফেলে রাখে।
এ ঘটনা নিয়ে তখন সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছিল। মনু মিয়ার ঘোড়াকে মেরে ফেলার খবরটি দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হলে অনেকেই তাঁকে ঘোড়া কিনে দিতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু আত্মমর্যাদার কাছে কখনো মাথা না নোয়ানো মনু মিয়া কারও কাছ থেকে ঘোড়া নিতে অস্বীকৃতি জানান।
এলাকাবাসী জানান, দুর্বৃত্তরা প্রিয় ঘোড়াটিতে মেরে ফেলার পর মানসিকভাবে মুষড়ে পড়েছিলেন মনু মিয়া। নিঃসন্তান মনু মিয়ার প্রিয়জন বলতে ছিল স্ত্রী ও সেই ঘোড়া। প্রিয়জন হারানোর বেদনার সঙ্গে শরীরে জেঁকে বসে নানা অসুখ। আজ অসুস্থতা কেড়ে নিল তাঁর জীবন।
জীবনের শেষ পর্যায়ে অসুস্থ মনু মিয়া গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। তোমরা সবাই দোয়া কর। আমার কোনো টাকা-পয়সা চাই না, আমি শুধু দোয়া চাই। আমার একটাই ইচ্ছা, সুস্থ হয়ে হজে যাব, তবে নিজের টাকায় যাব।’
সেই ইচ্ছে পূরণ হলো না মনু মিয়ার। আক্ষেপ নিয়েই অন্যভুবনে পাড়ি জমালেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৩ হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।
৫ দিন আগেএনসিপির কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জ তৈরি হয়েছিল রণক্ষেত্রে। শহরের প্রতিটি রাস্তায় রয়ে গেছে তার চিহ্ন। ভেঙে ফেলা তোরণ গেট, ব্যানার, ফেস্টুন, ইট পাটকেলসহ ধ্বংসস্তূপ পরিষ্কার করেছে গোপালগঞ্জ পৌর কর্তৃপক্ষ।
১৭ জুলাই ২০২৫গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত রাজনৈতিক সমাবেশে বুধবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে। চারদিক থেকে গাড়ি আটকে রেখে তারা হামলা চালালে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১৬ জুলাই ২০২৫এমন সমস্যায় পড়েছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের টুটুল, নাহিদুল ইসলাম নয়ন, লিমনসহ প্রায় ২০/২৫ জন শিক্ষার্থী। তারা বলছে, সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও কোনো সমাধান দিতে পারছেন না। তাদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকেরাও।
১৫ জুলাই ২০২৫