leadT1ad

মারা গেছেন সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৩: ৩৪
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৩: ৫৯
সিইসি শামসুল হুদা (১৯৪৩-২০২৫)। সংগৃহীত ছবি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন। শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশানের নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন তাঁকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে এ টি এম শামসুল হুদার বয়স হয়েছিল ৮৩ বছর। বর্তমানে হাসপাতালেই রাখা হয়েছে তাঁর মরদেহ ।

পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই প্রবীণ আমলা। যুক্তরাষ্ট্রপ্রবাসী মেয়ে দেশে ফিরলে জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তাঁর ভগ্নিপতি আশফাক কাদেরী।

২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ টি এম শামসুল হুদা । তাঁর নেতৃত্বেই অনুষ্ঠিত হয় ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন।

কর্মজীবন

১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগ দিয়েছিলেন এ টি এম শামসুল হুদা। স্বাধীনতার পর বাংলাদেশ সিভিল সার্ভিসে যুক্ত হন এবং দীর্ঘ কর্মজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও) হিসেবে দায়িত্ব পালন করেন, ছিলেন পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব। এ ছাড়া, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সরকারি চাকরি থেকে অবসরে যান ২০০০ সালে। পরে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান। তাঁর সময়েই নির্বাচন কমিশনের সংস্কার কার্যক্রম ও আধুনিকায়নের নানা পদক্ষেপ নেওয়া হয়।

Ad 300x250

সম্পর্কিত