স্ট্রিম প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রায় অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বহনকারী গাড়িবহরে হামলার অভিযোগে পাওয়া গেছে। তার আগে তাঁদের একটি গাড়িকে পেছন থেকে আসা একটি বাস ধাক্কা দেয়।
আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদরে কর্মসূচি শেষে জেলার পীরগঞ্জে যাওয়ার পথে টাঙ্গন সেতু এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা অভিযোগ করেন, টাঙ্গন সেতু এলাকায় হামলা পূর্বপরিকল্পিত। বাস চাপা দিয়ে দলের শীর্ষ নেতাদের হত্যা করাই ছিল এর উদ্দেশ্য। তবে হামলাকারী সঠিক গাড়ি চিহ্নিত করতে পারেনি। পরে গাড়িতে থাকা কেন্দ্রীয় নেতাদের ওপরে হামলা করা হয়।
এনসিপির নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও আর্ট গ্যালারি জেলা মডেল মসজিদে জুমার নামাজ পড়ে নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে পীরগঞ্জের উদ্দেশে রওনা হন। তবে পথে শহরের টাঙ্গন সেতু অতিক্রম করার সময় একটি আন্তজেলা বাস প্রথমে তাঁদের একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলে এনসিপির কেন্দ্রীয় নেতা-কর্মীরা নেমে এসে কৈফিয়ত চান। এ সময় তাঁদের ওপর হামলা করেন পাঁচ-ছয়জন অচেনা লোক। এতে গাড়িচালকসহ এনসিপির একজন কর্মী আহত হন।
ঠাকুরগাঁও এনসিপির মুখপাত্র রায়হান অপু বলেন, ‘হামলাকারীরা মূলত নাহিদ ইসলাম, সারজিস আলমদের টার্গেট করেছিলেন। প্রথমে যেহেতু বাসচাপা দেওয়া হয়েছে, ধারণা করা যায়, তাঁদের উদ্দেশ্য ছিল সরাসরি হত্যা। এর সঠিক তদন্ত দাবি করছি।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেছেন, ‘বাস চাপার বিষয়টি জানামাত্র ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এনসিপি থেকে অভিযোগ করছে, এটি হামলা। প্রাথমিকভাবে একজন হামলাকারীর ভিডিও ফুটেজ তারা দেখিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রায় অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বহনকারী গাড়িবহরে হামলার অভিযোগে পাওয়া গেছে। তার আগে তাঁদের একটি গাড়িকে পেছন থেকে আসা একটি বাস ধাক্কা দেয়।
আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদরে কর্মসূচি শেষে জেলার পীরগঞ্জে যাওয়ার পথে টাঙ্গন সেতু এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা অভিযোগ করেন, টাঙ্গন সেতু এলাকায় হামলা পূর্বপরিকল্পিত। বাস চাপা দিয়ে দলের শীর্ষ নেতাদের হত্যা করাই ছিল এর উদ্দেশ্য। তবে হামলাকারী সঠিক গাড়ি চিহ্নিত করতে পারেনি। পরে গাড়িতে থাকা কেন্দ্রীয় নেতাদের ওপরে হামলা করা হয়।
এনসিপির নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও আর্ট গ্যালারি জেলা মডেল মসজিদে জুমার নামাজ পড়ে নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে পীরগঞ্জের উদ্দেশে রওনা হন। তবে পথে শহরের টাঙ্গন সেতু অতিক্রম করার সময় একটি আন্তজেলা বাস প্রথমে তাঁদের একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলে এনসিপির কেন্দ্রীয় নেতা-কর্মীরা নেমে এসে কৈফিয়ত চান। এ সময় তাঁদের ওপর হামলা করেন পাঁচ-ছয়জন অচেনা লোক। এতে গাড়িচালকসহ এনসিপির একজন কর্মী আহত হন।
ঠাকুরগাঁও এনসিপির মুখপাত্র রায়হান অপু বলেন, ‘হামলাকারীরা মূলত নাহিদ ইসলাম, সারজিস আলমদের টার্গেট করেছিলেন। প্রথমে যেহেতু বাসচাপা দেওয়া হয়েছে, ধারণা করা যায়, তাঁদের উদ্দেশ্য ছিল সরাসরি হত্যা। এর সঠিক তদন্ত দাবি করছি।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেছেন, ‘বাস চাপার বিষয়টি জানামাত্র ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এনসিপি থেকে অভিযোগ করছে, এটি হামলা। প্রাথমিকভাবে একজন হামলাকারীর ভিডিও ফুটেজ তারা দেখিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ফেরি অপারেটর জানিয়েছেন, ডুবে যাওয়ার আগে ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল। তবে স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, একজন সরকারি কর্মকর্তা ঘটনাটির জন্য ‘খারাপ আবহাওয়াকে’ দায়ী করেছেন।
২ দিন আগেপর্তুগালের জাতীয় ফুটবল দল ও ইংলিশ ক্লাব লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জটা আজ ভোরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মাত্র ২৮ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন প্রতিভাবান এ ফুটবলার।
২ দিন আগেনাহিদ ইসলাম বলেন, ‘উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন না। দেশে উন্নয়নের কথা শোনা গেলেও সেই উন্নয়ন সবার কাছে পৌঁছায় না।’
২ দিন আগেকোটাপ্রথার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের শুরু হয়। সারাদেশে অনেক নিরীহ আন্দোলনকারীদের নির্বিচারে হত্যা করে এই আন্দোলন দমনের চেষ্টা চালানো হয়। দেশের সাধারণ মানুষ মৃত্যুভয় উপেক্ষা করে রাজপথে আন্দোলনে সরকারের পতন হয়।
২ দিন আগে