leadT1ad

ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান

জুলাই গণ-অভ্যুত্থান নামে পরিচিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের এক বছর হল। কোটাপ্রথার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে এ অভ্যুত্থানের শুরু হয়। ছাত্র-জনতার আন্দোলন দমন করতে পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সারা দেশে অনেক নিরীহ আন্দোলনকারীকে নির্বিচারে হত্যা করে এই আন্দোলন দমনের চেষ্টা চালানো হয়। দেশের সাধারণ মানুষ মৃত্যুভয় উপেক্ষা করে রাজপথে আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। আন্দোলনের চাপে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।

আশরাফুল আলম
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৮: ৪০
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১২: ২৬
ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান। ছবি ও লেখা: আশরাফুল আলম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ছাত্রজনতা কোটাবিরোধী স্লোগান দেয়।
রাজধানীর সাইন্স ল্যাবরেটরী এলাকায় সড়কের উপর কোটাবিরোধী স্লোগান লিখছেন শিক্ষার্থীরা।
লাঠি ও দেশীয় অস্ত্র হাতে সাইন্স ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের ওপর হামলা করে আওয়ামী লীগের সমর্থকেরা।
সাইন্স ল্যাবরেটরীতে আওয়ামী লীগের সমর্থক ও ছাত্রজনতার ধাওয়া-পাল্টা ধাওয়া।
রাজধানীর পল্টনে ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও গুলি চালাচ্ছে পুলিশ।
ছাত্রদের উপর গুলি চালাচ্ছে পুলিশ।
রাজধানীর উত্তরায় বৃষ্টিতে ভিজে রিকশার ওপর উঠে স্লোগান দিচ্ছেন দুই তরুণী।
শেখ হাসিনার পতনের দাবিতে রাজধানীর জিরো পয়েন্টে প্ল্যাকার্ড হাতে এক ব্যক্তি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন ছাত্র-জনতা।
বুকে প্রতিবাদী শব্দগুচ্ছ লিখে রাজধানীর জিরো পয়েন্টে পুলিশের সামনে দাঁড়িয়েছে এক ছাত্র।
রাজধানীর মৎস্য ভবনের সামনে সেনাবাহিনীর অবস্থান।
গণভবনের ভেতরে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
শেখ হাসিনা সরকার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উল্লাস।
সরকার পতনের পর টিএসসি এলাকায় জড়ো হয় সর্বস্তরের মানুষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিজয়ের দিনে দেয়ালচিত্র।
Ad 300x250

সম্পর্কিত