leadT1ad

অনলাইনে ১৭ লাখের বেশি করদাতার রিটার্ন দাখিল, যেভাবে জমা দেবেন ই-রিটার্ন

প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৪: ৪৪
ছবি: স্ট্রিম গ্রাফিক

গত অর্থবছরে (২০২৪-২৫) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা। এ সময়ে ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন ২১ লাখ ৬৫ হাজার ৩২১ জন করদাতা। গতকাল মঙ্গলবার (১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানায়।

গত ৯ সেপ্টেম্বর ২০২৪-২৫ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনলাইন ব্যবস্থা চালু করে এনবিআর। প্রতিবছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারেন। কর রিটার্ন নিয়ে এনবিআরের স্লোগান—‘না দাঁড়িয়ে লাইনে, রিটার্ন দিন অনলাইনে’।

অনলাইনে আয়কর জমা দেওয়ার বিশেষ দুটি সুবিধা হলো, লাইনে না দাঁড়িয়ে সময় বাঁচান এবং করদাতা ও কর কর্মকর্তাদের মুখোমুখি না হওয়া। এতে দুর্নীতির সম্ভাবনা কম তৈরি হয়।

কীভাবে জমা দেবেন ই-রিটার্ন

নিবন্ধনের জন্য প্রথমে ঢুকতে হবে https://www.etaxnbr.gov.bd/#/auth/sign-in -এই ওয়েবসাইটে। এ জন্য লাগবে টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) ও বায়োমেট্রিক করা মোবাইল নম্বর। নিবন্ধন শেষে রিটার্ন জমা দেওয়া যাবে অনলাইনেই। ই-রিটার্নের জন্য করদাতাকে কোনো কাগজপত্র আপলোড করতে হবে না। শুধু লাগবে কিছু তথ্য যেমন—চাকরিজীবীদের বেতন-ভাতার প্রমাণপত্র হিসেবে ব্যাংক হিসাবের এক বছরের লেনদেনের স্টেটমেন্ট বা বিবরণী। অর্থাৎ যুক্ত করতে হবে আগের বছরের ১ জুলাই থেকে পরের বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাংকের জমা, সুদের তথ্য, হিসাবের নম্বরসহ বিভিন্ন তথ্য।

যেসব খাতের পেশাজীবীদের ই-রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক তাঁরা হলেন—চার সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলের অধিভুক্ত সরকারি কর্মচারী, সারা দেশের তফসিলি ব্যাংকের কর্মকর্তা, মোবাইল প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ইউনিলিভার বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ, বাটা শু কোম্পানি (বাংলাদেশ) ও নেসলে বাংলাদেশের কর্মীরা।

Ad 300x250

সম্পর্কিত