স্ট্রিম ডেস্ক
পর্তুগালের জাতীয় ফুটবল দল ও ইংলিশ ক্লাব লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জটা আজ ভোরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মাত্র ২৮ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন প্রতিভাবান এ ফুটবলার।
স্পেনের জামোরা প্রদেশের পালাসিওস দে সানাব্রিয়া শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে । গাড়িতে জটার সঙ্গে ছিলেন তার ছোট ভাই আন্দ্রে (২৬), যিনি স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব পেনাফিয়েলের হয়ে খেলতেন। তিনিও দুর্ঘটনায় নিহত হয়েছেন। গাড়িটি দুর্ঘটনার পর আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
দিয়োগো জটা সম্প্রতি প্রিমিয়ার লীগের শিরোপাজয়ী লিভারপুল দলের সদস্য ছিলেন। গত মৌসুমে তিনি লীগে ২৬টি ম্যাচে অংশগ্রহণ করে ছয়টি গোল ও চারটি অ্যাসিস্ট করেন। যদিও নিয়মিত মূল একাদশে ছিলেন না, তবে বদলি খেলোয়াড় হিসেবে তাঁর অবদান ছিল চোখে পড়ার মতো। নতুন কোচ আর্নে স্লটের অধীনে প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল তাঁর, কিন্তু এর আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।
২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দেন জটা। এর আগে তিন মৌসুম উলভসের হয়ে খেলে নজর কাড়েন, বিশেষ করে ২০১৭-১৮ মৌসুমে ইংল্যান্ডে তাঁর সেরা সময় কাটে, যেখানে তিনি ১৭টি গোল করেছিলেন।
জটা ছিলেন বিখ্যাত সুপার-এজেন্ট জর্জ মেন্ডেসের ক্লায়েন্টদের একজন। ছুটি কাটাতে গিয়ে এই প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হলেন তিনি।
বিশ্ব ফুটবল এক প্রতিশ্রুতিশীল তারকাকে হারাল আর পর্তুগাল হারাল তাঁদের অন্যতম সেরা ফরোয়ার্ডকে। লিভারপুল তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবে বলে জানা গেছে।
পর্তুগালের জাতীয় ফুটবল দল ও ইংলিশ ক্লাব লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জটা আজ ভোরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মাত্র ২৮ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন প্রতিভাবান এ ফুটবলার।
স্পেনের জামোরা প্রদেশের পালাসিওস দে সানাব্রিয়া শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে । গাড়িতে জটার সঙ্গে ছিলেন তার ছোট ভাই আন্দ্রে (২৬), যিনি স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব পেনাফিয়েলের হয়ে খেলতেন। তিনিও দুর্ঘটনায় নিহত হয়েছেন। গাড়িটি দুর্ঘটনার পর আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
দিয়োগো জটা সম্প্রতি প্রিমিয়ার লীগের শিরোপাজয়ী লিভারপুল দলের সদস্য ছিলেন। গত মৌসুমে তিনি লীগে ২৬টি ম্যাচে অংশগ্রহণ করে ছয়টি গোল ও চারটি অ্যাসিস্ট করেন। যদিও নিয়মিত মূল একাদশে ছিলেন না, তবে বদলি খেলোয়াড় হিসেবে তাঁর অবদান ছিল চোখে পড়ার মতো। নতুন কোচ আর্নে স্লটের অধীনে প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল তাঁর, কিন্তু এর আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।
২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দেন জটা। এর আগে তিন মৌসুম উলভসের হয়ে খেলে নজর কাড়েন, বিশেষ করে ২০১৭-১৮ মৌসুমে ইংল্যান্ডে তাঁর সেরা সময় কাটে, যেখানে তিনি ১৭টি গোল করেছিলেন।
জটা ছিলেন বিখ্যাত সুপার-এজেন্ট জর্জ মেন্ডেসের ক্লায়েন্টদের একজন। ছুটি কাটাতে গিয়ে এই প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হলেন তিনি।
বিশ্ব ফুটবল এক প্রতিশ্রুতিশীল তারকাকে হারাল আর পর্তুগাল হারাল তাঁদের অন্যতম সেরা ফরোয়ার্ডকে। লিভারপুল তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবে বলে জানা গেছে।
ফেরি অপারেটর জানিয়েছেন, ডুবে যাওয়ার আগে ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল। তবে স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, একজন সরকারি কর্মকর্তা ঘটনাটির জন্য ‘খারাপ আবহাওয়াকে’ দায়ী করেছেন।
১২ ঘণ্টা আগেনাহিদ ইসলাম বলেন, ‘উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন না। দেশে উন্নয়নের কথা শোনা গেলেও সেই উন্নয়ন সবার কাছে পৌঁছায় না।’
১ দিন আগেকোটাপ্রথার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের শুরু হয়। সারাদেশে অনেক নিরীহ আন্দোলনকারীদের নির্বিচারে হত্যা করে এই আন্দোলন দমনের চেষ্টা চালানো হয়। দেশের সাধারণ মানুষ মৃত্যুভয় উপেক্ষা করে রাজপথে আন্দোলনে সরকারের পতন হয়।
১ দিন আগেগত ৯ সেপ্টেম্বর ২০২৪-২৫ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনলাইন ব্যবস্থা চালু করে এনবিআর। প্রতিবছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারেন।
২ দিন আগে