leadT1ad

নারীর প্রতি সহিংসতা নির্মূল দিবস

স্ট্রিম মাল্টিমিডিয়া
স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৪: ১০

আপনি কি জানেন, প্রতি বছর ২৫শে নভেম্বর বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা নির্মূল আন্তর্জাতিক দিবস কেন পালন করা হয়? এর পেছনে কোনো সাধারণ ঘটনা নয়, বরং লুকিয়ে আছে ডোমিনিকান রিপাবলিকের তিন বোন—প্যাট্রিয়া, মির্ভানা আর মারিয়া তেরেসার আত্মত্যাগের এক অবিশ্বাস্য গল্প। যাদের ডাকা হতো ‘লাস মারিপোসাস’ বা প্রজাপতি নামে। চলুন স্ট্রিম এক্সপ্লেইনারে জেনে নিই, কীভাবে এই তিন প্রজাপতির ডানা ঝাপটানো এক স্বৈরশাসকের পতন ডেকে এনেছিল।

Ad 300x250

সম্পর্কিত