leadT1ad

বাংলাদেশে আবারও অ্যানথ্রাক্স

স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০০: ৫১

রংপুরের কাউনিয়া উপজেলায় নতুন করে আরও দুজনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১১ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত হলো। এর আগে পীরগাছা উপজেলায় ৮ জন ও মিঠাপুকুর উপজেলায় ১ জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছিল। ১ অক্টোবর রাতে জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন। গত ১৫ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের আমাইপুর গ্রামে এক কৃষকের একটি গরু অসুস্থ হয়ে পড়ে। সেটি জবাই করা হলে আশপাশের লোকজন মাংস কাটাকাটি করেন। ঘটনার দুই দিন পর স্থানীয় কয়েকজন চর্মরোগে আক্রান্ত হন। তাঁদের শরীর থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। পরে তাঁদের মধ্যে একজনের অ্যানথ্রাক্স শনাক্ত হয়।

অ্যানথ্রাক্স কী? কেন বারবার বাংলাদেশে অ্যানথ্রাক্স দেখা যায়? উপসর্গ ও প্রতিরোধ সম্পর্কে জানবো আজকের স্ট্রিম এক্সপ্লেইনারে।

Ad 300x250

সম্পর্কিত