leadT1ad

বিএনপির কর্মসূচি স্থগিত, রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৫: ৫৯
বিএনপির লোগো

দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে অবস্থিত চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে, শুক্রবার বিকেলে পূর্বনির্ধারিত মানিক মিয়া এভিনিউয়ে অবস্থিত সেচ ভবন ও ওয়াসা ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে দলীয় একটি কর্মসূচি নির্ধারিত ছিল। কিন্তু দুপুরে তা স্থগিত করা হয়। বিষয়টি স্ট্রিমকে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এছাড়াও খালেদা জিয়ার শারীরিব অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে বিকেল ৪টায় এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফ করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হাসান।

Ad 300x250

সম্পর্কিত