ডা. তাসনিম জারা ভুয়া ছবি ছড়ানোর অভিযোগ তুলেছেন দুটি বাংলা দৈনিকের বিরুদ্ধে। রিউমার স্ক্যানার ছবিটি এআই-নির্মিত ভুয়া ছবি বলে নিশ্চিত করেছে। এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে কড়া বক্তব্য দেন।
স্ট্রিম ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডা. তাসনিম জারার ‘হাফ প্যান্ট’ পরা ছবি প্রকাশকে কেন্দ্র করে দুটি বাংলা দৈনিকের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ।
গতকাল (৬ জুলাই) এ বিষয়ে ডা. তাসনিম জারা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি অভিযোগ করেন, দুইটি বাংলা দৈনিক তাঁর একটি ‘হাফ প্যান্ট পরা’ ছবি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও এআই প্রযুক্তি দিয়ে তৈরি। তিনি বলেন, ছবিটি প্রকাশ করে সম্মানহানির চেষ্টা করা হয়েছে, অথচ ছবিটির সত্যতা যাচাই করা হয়নি।
এরপর ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার নিশ্চিত করে, ছবিটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে।
এ ঘটনায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দেন। তিনি কিছু গণমাধ্যমের বিরুদ্ধে শেখ হাসিনার শাসনের পক্ষে কাজ করার অভিযোগ করেন এবং একটি নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর মালিকানাধীন মিডিয়া হাউজকে উদ্দেশ্য করে সরাসরি সমালোচনা করেন।
পরে একটি বাংলা দৈনিক তাঁর বক্তব্যকে ‘সাংবাদিকদের প্রতি হুমকি’ হিসেবে প্রকাশ করলে হাসনাত ওই পত্রিকার ফেসবুক পেজে মন্তব্য করে জানান, তাঁর বক্তব্য সব গণমাধ্যমের জন্য নয়, বরং কিছু নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর মালিকানাধীন মিডিয়া হাউজের জন্য।
হাসনাত আবদুল্লাহ ওই ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক ফাঁস করার হুমকি দিয়েছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডা. তাসনিম জারার ‘হাফ প্যান্ট’ পরা ছবি প্রকাশকে কেন্দ্র করে দুটি বাংলা দৈনিকের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ।
গতকাল (৬ জুলাই) এ বিষয়ে ডা. তাসনিম জারা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি অভিযোগ করেন, দুইটি বাংলা দৈনিক তাঁর একটি ‘হাফ প্যান্ট পরা’ ছবি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও এআই প্রযুক্তি দিয়ে তৈরি। তিনি বলেন, ছবিটি প্রকাশ করে সম্মানহানির চেষ্টা করা হয়েছে, অথচ ছবিটির সত্যতা যাচাই করা হয়নি।
এরপর ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার নিশ্চিত করে, ছবিটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে।
এ ঘটনায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দেন। তিনি কিছু গণমাধ্যমের বিরুদ্ধে শেখ হাসিনার শাসনের পক্ষে কাজ করার অভিযোগ করেন এবং একটি নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর মালিকানাধীন মিডিয়া হাউজকে উদ্দেশ্য করে সরাসরি সমালোচনা করেন।
পরে একটি বাংলা দৈনিক তাঁর বক্তব্যকে ‘সাংবাদিকদের প্রতি হুমকি’ হিসেবে প্রকাশ করলে হাসনাত ওই পত্রিকার ফেসবুক পেজে মন্তব্য করে জানান, তাঁর বক্তব্য সব গণমাধ্যমের জন্য নয়, বরং কিছু নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর মালিকানাধীন মিডিয়া হাউজের জন্য।
হাসনাত আবদুল্লাহ ওই ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক ফাঁস করার হুমকি দিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে চলছে জমজমাট প্রচারণা। প্রচলিত দেয়াললিখন কিংবা লিফলেটের বাইরে গিয়ে এবারের নির্বাচনে অভিনব প্রচার পদ্ধতি ব্যবহার করছেন প্রার্থীরা।
১০ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ তুলেছে বামধারার প্যানেল ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’।
১১ ঘণ্টা আগেআবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবার উন্নয়ন বা খাবারের ভর্তুকির মতো বিষয়গুলো শিক্ষার্থীদের মূল দাবি। প্রার্থীরাও এগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। কিন্তু গঠনতন্ত্রে এগুলো করবার এখতিয়ার রাকসু প্রতিনিধিদের হাতে রাখা হয়নি।
১৩ ঘণ্টা আগেপ্রতীক দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের (ইসি) হলেও বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি হচ্ছে কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৩ ঘণ্টা আগে