leadT1ad

নতুন প্রজন্মের চাহিদা বুঝতে না পারলে রাজনীতি থাকবে না এবং না থাকাই ভালো: আমীর খসরু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১৩: ৫৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: আশরাফুল আলম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাজনীতিবিদদের বলছি, আমরা যারা ঘুম থেকে উঠতে পারব না, চাহিদা বুঝতে পারবো না, প্রত্যাশা পূরণ করতে পারবো না; তাদের জন্য আগামীর বাংলাদেশে রাজনীতি করা খুব কঠিন হবে। তাদের রাজনীতি থাকবে না এবং না থাকাই ভালো। তাদের রাজনীতি দরকার নাই।‘

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

এসময় আমীর খসরু বলেন, ‘হাসিনার পতনের পরে বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা জেগেছে। সেটা যদি আমরা অনুধাবন করতে না পারি, নতুন প্রজন্মের চাহিদা যদি আমরা অনুধাবন করতে না পারি, ধারণ করতে না পারি; সেই রাজনীতিবিদ সে রাজনীতিক দলের কোনো ভবিষ্যৎ নাই।’

বিএনপি জনআকাঙ্ক্ষাকে ধারণ করে উল্লেখ করে তিনি বলন, ‘তারেক রহমান সাহেব সেটা ধারণ করেছেন, বিএনপি ধারণ করেছে এবং সেই ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ আপনাদের সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলব।’

অর্থনীতির গণতন্ত্রায়ন প্রসঙ্গে সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, ‘উন্নয়নের যে সুফল প্রত্যেকটা নাগরিককে পেতে হবে। এজন্য প্রত্যেকটা নাগরিককে প্রত্যেকটা গোষ্ঠী থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমরা সম্পৃক্ত করতে যাচ্ছি। তাদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে শিক্ষা, এমপ্লয়মেন্টের ব্যবস্থা করছি। আপনারা যারা বিএমএ পাস করে আছেন, এখানে সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট সবচেয়ে বেশি। সবচেয়ে কঠিন এই জায়গাতে আমরা জোর দিচ্ছি।‘

কর্মসংস্থান সৃজন প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, ‘আমরা ১৮ মাসে ১ কোটি চাকরির প্রতিজ্ঞা করেছি। আমাকে অনেকে বলেন, আপনি একটু অ্যাম্বিসাস কথাবার্তা বলছেন। বিএনপির পক্ষ থেকে আমি বলছি, আমরা অ্যাম্বিয়াস। অ্যাম্বিশন ছাড়া কি কোনো জাতি এগোতে পারবে? নতুন প্রজন্মকে, যুব সমাজকে এই অ্যাম্বিশনের সঙ্গেই চলতে হবে। যারা এখন চাকরির বাইরে আছে, তাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদের জন্য চাকরি ব্যবস্থা করা হবে। ১৮ মাসে এক কোটি চাকরি যদি যোগাড় করতে হয়, এখানে বিশাল একটা কর্মযোগ্য আছে। সেই কর্মযোগ্য আমরা কীভাবে সম্পাদন করব, সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

Ad 300x250

সম্পর্কিত