leadT1ad

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি বাংলাদেশ জাসদের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ২০: ৪৯
চট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরী। সংগৃহীত ছবি

চট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাঁকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাসদ। দলটির নেতারা অভিযোগ করেছেন, শাহজাহান চৌধুরীর বক্তব্য দেশের সংবিধান, সার্বভৌমত্ব ও নির্বাচনব্যবস্থার প্রতি চরম ঔদ্ধত্যপূর্ণ চ্যালেঞ্জ।

আজ সোমবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এ দাবি জানান।

বিবৃতিতে জাসদ নেতারা বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর এক কর্মসূচিতে দলটির সাবেক এমপি শাহজাহান চৌধুরী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে নির্বাচন ঘিরে পাশের দেশ থেকে ‘বস্তা বস্তা টাকা ও অস্ত্র’ ঢুকবে।

জাসদ আরও বলেছেন, 'যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে।’

জাসদ নেতারা এই বক্তব্যকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রকাশ্য স্বীকারোক্তি হিসেবে অভিহিত করে বলেন, ‘এটি কেবল অবৈধ অস্ত্র ও অর্থের রাজনীতি দ্বারা নির্বাচন প্রক্রিয়াকে বিপর্যস্ত করার হুমকি নয়; বরং এটি দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ, মৌলবাদ ও বিদেশি প্রভাবকে উৎসাহিত করার একটি ভয়ংকর নীলনকশা। প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার এই প্রকাশ্য আহ্বান রাষ্ট্রবিরোধী অপরাধ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্বল করার শামিল।’

বিবৃতিতে শাহজাহান চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ, নির্বাচন বানচালের ষড়যন্ত্র, অবৈধ অর্থ-অস্ত্র আমদানির হুমকি ও প্রশাসনকে দুর্নীতির পথে প্ররোচিত করার অভিযোগে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

বাংলাদেশ জাসদ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত বাংলাদেশে নির্বাচন হবে সংবিধানের আলোকে ও প্রশাসনের নিরপেক্ষ তত্ত্বাবধানে। এখানে কোনো বিদেশি অস্ত্র বা টাকার বস্তার প্রভাব খাটানোর সুযোগ নেই। যারা রাষ্ট্রের আইন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ষড়যন্ত্রের রাজনীতি করছে, তারা গণতন্ত্রের শত্রু।

Ad 300x250

সম্পর্কিত