leadT1ad

গণভোট নির্বাচনের দিনেই হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই: আমীর খসরু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ২৩: ৩৭
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে — এই বিষয়ে বিএনপির অবস্থান একেবারেই পরিষ্কার বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আলোচনারও কোনো সুযোগ নাই।’

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং তাবিথ আউয়াল।

ঐক্যমত্য কমিশন গণভোট নির্বাচনের দিন অথবা আগে আয়োজনের সুপারিশ করেছে — সাংবাদিকেরা এ বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘ওটা তাদের (কমিশনের) সুপারিশ হতে পারে, কিন্তু বিএনপি এ ব্যাপারে একমত নয়। আমরা শুরু থেকেই পরিষ্কারভাবে বলেছি — গণভোট ও নির্বাচন একই দিনে, দুইটি ব্যালটে অনুষ্ঠিত হবে। নতুন করে এই বিষয় সামনে আনার কোনো সুযোগ নাই। যারাই প্রতিবেদন দিক, সেটা তাদের সমস্যা, বিএনপির নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থান প্রথম দিন থেকে একই — নির্বাচনের দিন দুইটা ব্যালট থাকবে: একটি প্রার্থীর জন্য, আরেকটি গণভোটের জন্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। বিএনপি এ অবস্থান থেকে সরে আসেনি, ভবিষ্যতেও আসবে না।’

ঐক্যমত্য কমিশনের সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, ‘কারা কী রিকমেন্ড করেছে, সেটা তাদের বিষয়। তারা তো ভোট করবে না — ভোট করবে রাজনৈতিক দলগুলো। ঐক্যমতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। যেহেতু বিএনপি সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাবে ঐক্যমত পোষণ করছে না, তাই সেদিকে যাওয়ারও সুযোগ নাই।’

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গও উঠে এসেছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘উনি কবে দেশে আসবেন, সেটা তার নিজের সিদ্ধান্ত। সময়টা খুব দূরে নয়—উনি সঠিক সময়ে দেশে ফিরবেন। প্রস্তুতিও চলছে।’

তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্য, সংস্কৃতি এবং প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক অনেক গভীর ও ঐতিহাসিক। ভবিষ্যতে এই সম্পর্ককে আরও কার্যকর ও পারস্পরিকভাবে লাভজনক করতে দুই দেশই আগ্রহী’, বলেন আমীর খসরু।

Ad 300x250

সম্পর্কিত