leadT1ad

বিজয় দিবসে স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ ও বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির একটি প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ।

স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপনের পর সকাল ১০টার দিকে রাজানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করে দলটির নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান প্রমুখ।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতার শত্রু, যারা একাত্তর সালে স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারাই আজ মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকামী মানুষ তাদের সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে অটুট রাখবে। গণতন্ত্রকে অটুট রাখবে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত