কুড়িগ্রামে এনসিপির পথসভা
নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা মনে করি, আমাদের লড়াই শেষ হয়নি। এই লড়াই চলমান রাখতে, নতুন দেশ গঠনের জন্য আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি। গণ-অভ্যুত্থানের নেতারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, সেই দল এনসিপি।’
স্ট্রিম প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে। সেই মাফিয়াতন্ত্র, সন্ত্রাস, দখলদারিত্ব রয়েই গেছে।
বুধবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়ায় অনুষ্ঠিত এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এর আগে ‘জুলাই পদযাত্রা’ নিয়ে জেলা শহরে পৌঁছান এনসিপি নেতা-কর্মীরা।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা সবাই রাজপথে নেমে এসেছিলেন। আমরা একত্রে ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থা বিলোপের জন্য একদফার ঘোষণা করেছিলাম। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে।’ গণ-অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়ন ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি এনসিপিকে সমর্থনের অনুরোধ জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘কুড়িগ্রাম মানে তিস্তার পানি চুক্তির যে লড়াই, সেই লড়াইয়ের প্রতিচ্ছবি। কুড়িগ্রাম মানে মুক্তিযুদ্ধে তারামন বিবির অস্ত্র হাতে তুলে নেওয়া, কুড়িগ্রাম মানে চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া আমার ভাইয়েরা। কুড়িগ্রাম সব সময় লড়াই করলেও অবহেলিত থেকে গেছে।’
আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন না। দেশে উন্নয়নের কথা শোনা গেলেও সেই উন্নয়ন সবার কাছে পৌঁছায় না। আগামীতে উন্নয়ন এমন হতে হবে, যে উন্নয়ন কুড়িগ্রামেও সমানভাবে পৌঁছাবে।’
নাহিদ ইসলামের বক্তব্যের আগে অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। এ সময় উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ স্থানীয় নেতারা।
কুড়িগ্রাম শহরে প্রবেশের আগে জেলার রাজারহাট উপজেলায় পথসভায় অংশ নেন এনসিপি নেতারা। পরে কুড়িগ্রাম শহরে ও ফুলবাড়ী উপজেলায় পথসভা করেন তাঁরা। সেখান থেকে নেতারা লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হন।
মঙ্গলবার (১ জুলাই) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে মাসব্যাপী পদযাত্রা শুরু করেছেন এনসিপির নেতারা। ৩০ জুলাই ঢাকায় সমাবেশে মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে। এর স্লোগান ‘দেশ গড়ি জুলাই পদযাত্রা’।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে। সেই মাফিয়াতন্ত্র, সন্ত্রাস, দখলদারিত্ব রয়েই গেছে।
বুধবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়ায় অনুষ্ঠিত এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এর আগে ‘জুলাই পদযাত্রা’ নিয়ে জেলা শহরে পৌঁছান এনসিপি নেতা-কর্মীরা।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা সবাই রাজপথে নেমে এসেছিলেন। আমরা একত্রে ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থা বিলোপের জন্য একদফার ঘোষণা করেছিলাম। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে।’ গণ-অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়ন ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি এনসিপিকে সমর্থনের অনুরোধ জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘কুড়িগ্রাম মানে তিস্তার পানি চুক্তির যে লড়াই, সেই লড়াইয়ের প্রতিচ্ছবি। কুড়িগ্রাম মানে মুক্তিযুদ্ধে তারামন বিবির অস্ত্র হাতে তুলে নেওয়া, কুড়িগ্রাম মানে চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া আমার ভাইয়েরা। কুড়িগ্রাম সব সময় লড়াই করলেও অবহেলিত থেকে গেছে।’
আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন না। দেশে উন্নয়নের কথা শোনা গেলেও সেই উন্নয়ন সবার কাছে পৌঁছায় না। আগামীতে উন্নয়ন এমন হতে হবে, যে উন্নয়ন কুড়িগ্রামেও সমানভাবে পৌঁছাবে।’
নাহিদ ইসলামের বক্তব্যের আগে অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। এ সময় উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ স্থানীয় নেতারা।
কুড়িগ্রাম শহরে প্রবেশের আগে জেলার রাজারহাট উপজেলায় পথসভায় অংশ নেন এনসিপি নেতারা। পরে কুড়িগ্রাম শহরে ও ফুলবাড়ী উপজেলায় পথসভা করেন তাঁরা। সেখান থেকে নেতারা লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হন।
মঙ্গলবার (১ জুলাই) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে মাসব্যাপী পদযাত্রা শুরু করেছেন এনসিপির নেতারা। ৩০ জুলাই ঢাকায় সমাবেশে মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে। এর স্লোগান ‘দেশ গড়ি জুলাই পদযাত্রা’।
গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনাসহ দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৮ ঘণ্টা আগেবাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নাম পরিবর্তন করে 'গণতান্ত্রিক ছাত্রশক্তি' রাখা হচ্ছে। একই সঙ্গে সংগঠনে আসছে নতুন নেতৃত্ব। আগামী ২৩ অক্টোবর এক জাতীয় সমন্বয় সভা থেকে এই পরিবর্তনগুলো চূড়ান্ত করা হবে।
৯ ঘণ্টা আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাস্থলের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মিলনায়তনের ভেতরে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এতে সভায় অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
১০ ঘণ্টা আগেজুলাইয়ের গণঅভ্যুত্থানে এত রক্ত ও জীবনের বিনিময়ের পর কোনো অবস্থাতেই আর নতুন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না।
১০ ঘণ্টা আগে