leadT1ad

সরকারের জন্য তাওয়া গরম করছে জামায়াত: ডা. তাহের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৫: ৫৬
পিআর পদ্ধতিতে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মৎস্য ভবন ঢাকা, ১৪ অক্টোবর। ছবি: আশরাফুল আলম

‘সংস্কার ও নির্বাচন দুটি আলাদা জিনিস’ মন্তব্য করে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘এই দুটি বিষয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষার জন্য নভেম্বর মাসেই আলাদাভাবে গণভোট দিতে হবে এবং পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে।‘

এসব দাবি আদায়ের জন্য যা যা করা দরকার তা পর্যায়ক্রমে করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা তো তাওয়া গরম করতেছি। এই যে চুলায় আগুন দিতেছি, তাও তাওয়া বসাই না। আজকের এইটাতে কিছু গরম অইতাছে না? পরের দিন মিটিং আছে আরো কিছু গরম হবে। তাওয়া গরমে সময় লাগে, গরম অইলে যখন আপনে ভুট্টা দিবেন ফুটতে সময় লাগে না।’

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত জামায়াতসহ সাতটি রাজনৈতিক দল মানববন্ধন করে।

জামায়াতের মানববন্ধনে ডা. তাহের বলেন, ‘যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত ২০ কিলোমিটার আমরা মানববন্ধনের জন্য রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের দেশে রাস্তায় দাঁড়ালেই সরকারের কানে পানি যায় না।’ এসময় তুরস্কে পার্কে বসে থাকলেও দাবি পূরণ হয়ে যায় বলে নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের দেশে এমন এক ব্যাড কালচার যে, আপনি ঘাড়ে ধইরা ছুবাইয়া না দিলে দাবি পূরণ হতে চায় না, কানে পানি যায় না।’

সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তাহের বলেন, ‘যে সমস্ত উপদেষ্টারা একটা দলের পক্ষ হয়ে কাজ করছে তাদের সরান। আপনি যদি নাম জানতে চান আমাদের কাছে, আপনার লোকের মাধ্যমে নাম দিয়ে দেবো। আর যদি আপনি মনে করেন এখন প্রয়োজন নাই, যেটা আছে সই, তাহলে এর জন্য আপনাকেও আমরা দায়িত্ব নেওয়ার কথা বলবো, নিতে হবে। আর যদি নাহয় বলে দিয়েছি, প্রকাশ্যে বলে দেবো। প্রকাশ্যে বলে দিলে যে বিপর্যয় নেমে আসবে এর দায়িত্ব আপনাকে নিতে হবে। এটা হলো প্রথম কথা। দুই, নভেম্বরে গণভোট দিন। তিন, বাংলাদেশের মেজরিটি পিপল পিআর চায়, তার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করার আহ্বান করছি।’

গত মাস থেকে প্রায় অভিন্ন দাবিতে এই দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। প্রথম দফায় রাজধানীসহ সারা দেশে তিন দিনের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পর গত ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় দফায় কর্মসূচি পালন করে তারা। এসময় গোলটেবিল আলোচনা, মতবিনিময়, সেমিনার আয়োজন ও গণমিছিল কর্মসূচি পালন করেছে তারা। সর্বশেষ গত রোববার দেশের সব জেলায় একযোগে প্রধান উপদেষ্টা বরারব স্মারকলিপি পেশ করেছে দলগুলো।

এরই অংশ হিসেবে আজ যুগপৎ আন্দোলনের তৃতীয় দফায় কর্মসূচী পালন করেছে দলগুলো।

Ad 300x250

সম্পর্কিত