leadT1ad

ছয় দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি বিএনপির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৩: ১১
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের সামনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। স্ট্রিম ছবি

বিএনপি ঘোষিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক বিশেষ কর্মসূচি আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। শেষ হবে ১৩ ডিসেম্বর। তবে ১২ ডিসেম্বর কোনো কর্মসূচি রাখা হয়নি। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এ কর্মসূচিকে কেন্দ্র করে গঠিত কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরে বলেন, ‘দেশ পুনর্গঠনের যে পরিকল্পনা দল গ্রহণ করেছে, তা বাস্তবায়নে এবার প্রথমবারের মতো অঙ্গসংগঠনগুলোর বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।’

রিজভী জানান, এই কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দলের প্রতি জেলা থেকে পাঁচজন করে শীর্ষ পর্যায়ের নেতা অংশ নেবেন। একইভাবে বিএনপির কেন্দ্রীয় সেশনে জেলা পর্যায়ের পাঁচজন এবং উপজেলা ও পৌরসভা পর্যায়ের সভাপতি-সম্পাদকসহ নেতারা উপস্থিত থাকবেন।

রিজভীর ভাষায়, এটি মূলত মতবিনিময় সভা হলেও এর পরিবেশ অনেকটা প্রশিক্ষণভিত্তিক হবে, যেখানে আধুনিক রাষ্ট্র গঠনের খসড়া কাঠামো ও দলের ঘোষিত ৩১ দফা ‘কোয়াসি ম্যানিফেস্টো’ নিয়ে গভীর আলোচনা হবে।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৭ ও ৮ ডিসেম্বর ছাত্রদলের দুই দিনের সেশন দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সেশন উদ্বোধন করবেন। ৯ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের যৌথ কর্মসূচিটি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ১০ ডিসেম্বর যুবদল ও কৃষক দলের কর্মসূচিটি উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ ও ১৩ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় দুই দিনের সেশন অনুষ্ঠিত হবে। এটি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রতিটি সেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রিজভী বলেন, ‘নেতাদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই কর্মসূচিকে আরও সুশৃঙ্খল ও ফলপ্রসূ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে প্রযুক্তিনির্ভর রাষ্ট্র নির্মাণ, দলীয় নীতি ও করণীয় বিষয়ে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেবেন। সর্বোপরি, দল ক্ষমতায় গেলে কী ধরনের রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়—তা আরও সুস্পষ্টভাবে তুলে ধরাই এই কর্মপরিকল্পনার মূল লক্ষ্য।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানান রিজভী। তিনি জানান, খালেদা জিয়ার অবস্থা আগের মতোই রয়েছে। চিকিৎসা চলছে এবং কিছুক্ষণ পরে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বিস্তারিত জানাবেন।

তিনি আরও জানান, আগামীকাল শুক্রবার দেশের প্রতিটি মসজিদে খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ প্রার্থনা করবেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত