leadT1ad

ইসির তালিকা থেকে প্রতীক নেবে না এনসিপি, শাপলাতেই অনড়

নির্বাচন কমিশনের সংরক্ষিত তালিকা থেকে কোনো প্রতীক নেবে না জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ইসির কাছে পাঠানো চিঠিতে শাপলার সাতটি নমুনা তুলে ধরে এনসিপি।

নির্বাচন কমিশনের সংরক্ষিত তালিকা থেকে কোনো প্রতীক নেবে না জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শাপলা প্রতীক তালিকায় যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানিয়েছে তারা। সেক্ষেত্রে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’—এই তিনটির যেকোনো একটি প্রতীক এনসিপির নামে বরাদ্দ হবে বলে আশা প্রকাশ করেছে দলটি।

মঙ্গলবার (৭ অক্টোবর) এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন (ইসি) সচিবকে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। যদিও কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে।

গত ২২ জুন এনসিপি রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য আবেদন দাখিল করে এবং দলের অনুকূলে ‘শাপলা, মোবাইল ফোন এবং কলম’ প্রতীক এর যে কোন একটি সংরক্ষণের জন্য আবেদন জানায়।

কিন্তু এনসিপি গত ৩ আগস্ট কমিশনের কাছে চিঠি প্রেরণের মাধ্যমে পার্টির অনুকূলে প্রতীক সংরক্ষণের ক্রম হিসাবে শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা থেকে যেকোনো একটি প্রতীক সংরক্ষণের জন্য আবেদন জানায়। পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর এনসিপি নির্বাচন কমিশনের কাছে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনক্রমে শাপলা প্রতীক তালিকাভুক্ত করে দলের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়টি উল্লেখ করে আবেদন জানায়।

নিবন্ধন পেলেও ‘শাপলা’ প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় এনসিপিকে তা বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে এনসিপি রয়েছে; দলটির বিষয়ে কোনো আপত্তি আছে কিনা, তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ইসির তরফে এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেওয়া হয় এবং এক সপ্তাহের মধ্যে তা জানাতে অনুরোধ করা হয়।

প্রতিউত্তরে চিঠিতে এনসিপি বলছে, গণমানুষের সাথে শাপলা প্রতীককেন্দ্রিক তাদের গভীর সংযোগ-সম্পর্ক স্থাপিত হয়েছে। শাপলা এনসিপি’র শুভাকাঙ্খী, সমর্থক, কর্মী, নেতৃবৃন্দকে দেশের জনগণের সঙ্গে চমৎকার বন্ধনে আবদ্ধ করেছে।

তাই এ প্রতীক পেতে দুই দফা দরখাস্তের পরেও নির্বাচন কমিশন অদ্যাবধি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বরং নির্বাচন কমিশনের তরফ থেকে এনসিপি বরাবর গত ৩০ সেপ্টেম্বর চিঠি প্রেরণ করা বিধিসম্মত হয়নি বলেও মনে করছে এনসিপি।

চিঠিতে তারা উল্লেখ করে যে, ইতোপূর্বে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীসহ সারাদেশের ১০১ জন বিজ্ঞ আইনজীবী শাপলাকে প্রতীক হিসেবে বরাদ্দ দিতে কোনো আইনি বাধা নেই বলে বিবৃতি প্রদান করেছেন। তাছাড়া, সম্প্রতি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকানা টেলিভিশনে প্রদত্ত এক সাক্ষাৎকারে স্পষ্ট করে শাপলা প্রতীক প্রদানের অনুকূলে বক্তব্য প্রদান করেন। এমনকি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নির্বাচন কমিশনের তরফ থেকে এনসিপি'র অনুকূলে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া নিয়ে তার দলের ইতিবাচক অবস্থান তুলে ধরেছেন।

ইসির এই সিদ্ধান্ত আইনিভাবে ভিত্তিহীন এবং এনসিপির প্রতি বিরূপ মনোভাব ও স্বেচ্ছাচারী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ বলে অভিযোগ করেছে এনসিপি।

জানতে চাইলে মঙ্গলবার এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, এনসিপি আহ্বায়ক স্বাক্ষরিত ইসির চিঠির জবাব ই-মেইলের মাধ্যমে ইসি সচিব বরাবর পাঠানো হয়েছে। ইসি সচিব বিদেশে থাকায় আজ আমরা দেখা করতে যাইনি; মেইলে জবাব পাঠিয়ে দেওয়া হয়েছে। ইসির পাঠানো ৫০টি প্রতীক তালিকা থেকে কোনোটি বেছে নেয়নি এনসিপি।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরও বলেন, আমরা ইসির চিঠিতে দেওয়া প্রতীকগুলো ‘না’ করেছি। আমাদের প্রতীক হবে ‘শাপলা’। এ বিষয়ে প্রতীক তালিকা সংশোধনের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত হলে নমুনা থেকে তা বেছে নেওয়া হবে।

ইসির কাছে পাঠানো চিঠিতে শাপলার সাতটি নমুনাও তুলে ধরে এনসিপি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত