নির্বাচন কমিশনের সংরক্ষিত তালিকা থেকে কোনো প্রতীক নেবে না জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
স্ট্রিম প্রতিবেদক
নির্বাচন কমিশনের সংরক্ষিত তালিকা থেকে কোনো প্রতীক নেবে না জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শাপলা প্রতীক তালিকায় যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানিয়েছে তারা।
সেক্ষেত্রে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’—এই তিনটির যেকোনো একটি প্রতীক এনসিপির নামে বরাদ্দ হবে বলে আশা প্রকাশ করেছে দলটি।
মঙ্গলবার (৭ অক্টোবর) এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন (ইসি) সচিবকে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। যদিও কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে।
নিবন্ধন পেলেও ‘শাপলা’ প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় এনসিপিকে তা বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে এনসিপি রয়েছে; দলটির বিষয়ে কোনো আপত্তি আছে কিনা, তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।
এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ইসির তরফে এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেওয়া হয় এবং এক সপ্তাহের মধ্যে তা জানাতে অনুরোধ করা হয়।
জানতে চাইলে মঙ্গলবার এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, এনসিপি আহ্বায়ক স্বাক্ষরিত ইসির চিঠির জবাব ই-মেইলের মাধ্যমে ইসি সচিব বরাবর পাঠানো হয়েছে। ইসি সচিব বিদেশে থাকায় আজ আমরা দেখা করতে যাইনি; মেইলে জবাব পাঠিয়ে দেওয়া হয়েছে। ইসির পাঠানো ৫০টি প্রতীক তালিকা থেকে কোনোটি বেছে নেয়নি এনসিপি।
সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরও বলেন, আমরা ইসির চিঠিতে দেওয়া প্রতীকগুলো ‘না’ করেছি। আমাদের প্রতীক হবে ‘শাপলা’। এ বিষয়ে প্রতীক তালিকা সংশোধনের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত হলে নমুনা থেকে তা বেছে নেওয়া হবে।
ইসির কাছে পাঠানো চিঠিতে শাপলার সাতটি নমুনাও তুলে ধরে এনসিপি।
নির্বাচন কমিশনের সংরক্ষিত তালিকা থেকে কোনো প্রতীক নেবে না জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শাপলা প্রতীক তালিকায় যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানিয়েছে তারা।
সেক্ষেত্রে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’—এই তিনটির যেকোনো একটি প্রতীক এনসিপির নামে বরাদ্দ হবে বলে আশা প্রকাশ করেছে দলটি।
মঙ্গলবার (৭ অক্টোবর) এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন (ইসি) সচিবকে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। যদিও কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে।
নিবন্ধন পেলেও ‘শাপলা’ প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় এনসিপিকে তা বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে এনসিপি রয়েছে; দলটির বিষয়ে কোনো আপত্তি আছে কিনা, তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।
এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ইসির তরফে এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেওয়া হয় এবং এক সপ্তাহের মধ্যে তা জানাতে অনুরোধ করা হয়।
জানতে চাইলে মঙ্গলবার এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, এনসিপি আহ্বায়ক স্বাক্ষরিত ইসির চিঠির জবাব ই-মেইলের মাধ্যমে ইসি সচিব বরাবর পাঠানো হয়েছে। ইসি সচিব বিদেশে থাকায় আজ আমরা দেখা করতে যাইনি; মেইলে জবাব পাঠিয়ে দেওয়া হয়েছে। ইসির পাঠানো ৫০টি প্রতীক তালিকা থেকে কোনোটি বেছে নেয়নি এনসিপি।
সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরও বলেন, আমরা ইসির চিঠিতে দেওয়া প্রতীকগুলো ‘না’ করেছি। আমাদের প্রতীক হবে ‘শাপলা’। এ বিষয়ে প্রতীক তালিকা সংশোধনের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত হলে নমুনা থেকে তা বেছে নেওয়া হবে।
ইসির কাছে পাঠানো চিঠিতে শাপলার সাতটি নমুনাও তুলে ধরে এনসিপি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কিছু উপদেষ্টার মধ্যে দেখতে পাচ্ছি—তাঁরা কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান-পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না।
১৮ মিনিট আগেরেজাউল করিম বলেছেন, ‘আবরার ফাহাদের হত্যাকাণ্ড আমাদের ভয়ংকর রাজনীতির এক কালো অধ্যায়। ভারতীয় আধিপত্যবাদ কত নগ্ন ও নির্মমভাবে আমাদের ওপরে চেপে বসেছিল, তার নৃশংস দৃষ্টান্ত এটা। একইসঙ্গে দেশে রাজনীতির নামে যে নীতিহীন স্বার্থবাদের প্যারাডাইম তৈরি হয়েছিল, তারও একটি উদাহারণ।
৭ ঘণ্টা আগেসংস্কারের অনেক বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্যও হয়েছে, সেগুলো নিয়ে একটা ‘জুলাই সনদ’ প্রণয়নের কথা রয়েছে। বিএনপির ঘোষিত ৩১ দফার সঙ্গে অনেকগুলো বিষয়ের মিলও আছে। বিএনপি যদি সামনে ক্ষমতায় আসে বা সরকার গঠন করে, তখন ৩১ দফা নাকি জুলাই সনদ কোনটা অগ্রাধিকার পাবে?
৮ ঘণ্টা আগেবিবিসির সাক্ষাৎকারে দ্বিতীয় পর্বে বর্তমান অন্তর্বর্তী সরকার, ওয়ান-ইলেভেনের সরকার, শেখ হাসিনার ভারতে অবস্থান, বিএনপির আগামী দিনের রাজনীতি, সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতি ইস্যুতে কথা বলেছেন।
১০ ঘণ্টা আগে