.png)
২১ বছর পর এমসি কলেজে কাউন্সিল
‘চিহ্নিত রাজাকার, হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল তাদের ধারণ করে যারা রাজনীতি করে, স্বাভাবিকভাবেই ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব তার বিরুদ্ধে অবস্থান নেওয়া।’

স্ট্রিম সংবাদদাতা

‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের চিহ্নিত রাজাকার ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধারণ করে যারা রাজনীতি করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব। সব ছাত্র সংগঠন এই গুপ্ত সংগঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রাকিবুল ইসলাম বলেন, ‘যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে এবং আপনি কখনো অস্বীকার করতে পারবেন না, ১৯৭১ সালে এই দেশে গণহত্যা হয়েছে। সেহেতু এই গণহত্যার সঙ্গে যারা সম্পৃক্ত এবং এখনো যারা বিশ্বাস করে যে, ১৯৭১ সালে কোনো গণহত্যা ঘটেনি। সেই সময়ে যারা চিহ্নিত রাজাকার, হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল তাদের ধারণ করে যারা রাজনীতি করে, স্বাভাবিকভাবেই ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব তার বিরুদ্ধে অবস্থান নেওয়া।’
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাকিবুল ইসলাম রাকিব এসব কথা বলেন। সোমবার (১১ আগস্ট) ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
উদ্বোধনী বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিব বলেছেন, ‘এম ইলিয়াস আলীর গুমের সাথে যারা জড়িত, সে খুনী শেখ হাসিনাসহ যত বড় অপরাধী হয়ে থাকুক না কেন, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল নিজ হাতে তার প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা আজকের এই সম্মেলন ও কাউন্সিল থেকে প্রতিজ্ঞা ব্যক্ত করছি, আমরা এখনো আশায় রয়েছি তাঁকে (ইলিয়াস আলী) ফেরত পাব। আমরা আশায় রয়েছি এর সঠিক বিচার পাব। যদি বিচার না পাই, আবারও বলছি, ছাত্রদল তার প্রতিশোধ নেবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে বলেও দাবি করেন ছাত্রদলের সভাপতি রাকিব। তিনি বলেন, ‘অতীতে ছাত্র রাজনীতির কার্যক্রম, বিশেষত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনো আতঙ্কিত। তাঁরা এখনো ট্রমার মধ্যে রয়েছেন। তাই অনেক সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্ররাজনীতি নিয়ে এক ধরণের অনীহা আছে। কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করেই বাংলাদেশ ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।’
দীর্ঘ একুশ বছর পর সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দুপুরে উদ্বোধনের পর কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন। এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এতে ছাত্রদলের কেন্দ্রীয় ও সিলেটের নেতারা উপস্থিত ছিলেন।

‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের চিহ্নিত রাজাকার ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধারণ করে যারা রাজনীতি করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব। সব ছাত্র সংগঠন এই গুপ্ত সংগঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রাকিবুল ইসলাম বলেন, ‘যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে এবং আপনি কখনো অস্বীকার করতে পারবেন না, ১৯৭১ সালে এই দেশে গণহত্যা হয়েছে। সেহেতু এই গণহত্যার সঙ্গে যারা সম্পৃক্ত এবং এখনো যারা বিশ্বাস করে যে, ১৯৭১ সালে কোনো গণহত্যা ঘটেনি। সেই সময়ে যারা চিহ্নিত রাজাকার, হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল তাদের ধারণ করে যারা রাজনীতি করে, স্বাভাবিকভাবেই ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব তার বিরুদ্ধে অবস্থান নেওয়া।’
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাকিবুল ইসলাম রাকিব এসব কথা বলেন। সোমবার (১১ আগস্ট) ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
উদ্বোধনী বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিব বলেছেন, ‘এম ইলিয়াস আলীর গুমের সাথে যারা জড়িত, সে খুনী শেখ হাসিনাসহ যত বড় অপরাধী হয়ে থাকুক না কেন, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল নিজ হাতে তার প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা আজকের এই সম্মেলন ও কাউন্সিল থেকে প্রতিজ্ঞা ব্যক্ত করছি, আমরা এখনো আশায় রয়েছি তাঁকে (ইলিয়াস আলী) ফেরত পাব। আমরা আশায় রয়েছি এর সঠিক বিচার পাব। যদি বিচার না পাই, আবারও বলছি, ছাত্রদল তার প্রতিশোধ নেবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে বলেও দাবি করেন ছাত্রদলের সভাপতি রাকিব। তিনি বলেন, ‘অতীতে ছাত্র রাজনীতির কার্যক্রম, বিশেষত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনো আতঙ্কিত। তাঁরা এখনো ট্রমার মধ্যে রয়েছেন। তাই অনেক সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্ররাজনীতি নিয়ে এক ধরণের অনীহা আছে। কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করেই বাংলাদেশ ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।’
দীর্ঘ একুশ বছর পর সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দুপুরে উদ্বোধনের পর কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন। এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এতে ছাত্রদলের কেন্দ্রীয় ও সিলেটের নেতারা উপস্থিত ছিলেন।
.png)

ভোটাররা ১৫ বছরের ক্ষুধার্ত, তাদের সামনে দাঁড়িয়ে কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
২০ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
২৫ মিনিট আগে
গণতন্ত্র মঞ্চ অভিযোগ করে, সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন শুরুতে বলেছিল তারা ‘সহায়তাকারী’ হিসেবে ভূমিকা নেবে। কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের পর তারা সেই অবস্থান থেকে সরে এসেছে।
১৩ ঘণ্টা আগে
চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী নেতা এরশাদ উল্লাহর জনসভায় হামলায় একজন নিহত হছেন, আহত হয়েছেন তিনিসহ দুজন। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১৩ ঘণ্টা আগে