leadT1ad

জ্বালানি খাতের লুটপাট বন্ধে বর্তমান সরকারও ব্যর্থ: মান্না

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৭: ৩২
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংগৃহীত ছবি

পতিত সরকারের আমলে জ্বালানি খাতে যে ভয়াবহ দুর্নীতি ও লুটপাট চলেছে, তা বর্তমান সরকারও বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, সরকার পরিবর্তন হলেও জনগণের অর্থ আত্মসাতের এই ধারা বন্ধ হয়নি, বরং মুষ্টিমেয় কিছু মানুষের পকেটে অন্যায়ভাবে তা চলে যাচ্ছে।

আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক অধিবেশনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, জ্বালানি খাতে ভয়াবহ দুর্নীতি ও লুটপাটের ধারা বহু বছর ধরে চলে আসছে। দুঃখের বিষয়, সরকার পরিবর্তন হলেও এই লুটপাট এখনও বন্ধ হয়নি।

জবাবদিহির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘জ্বালানি খাতের এই দুর্নীতি বন্ধ করা এবং জনগণের অধিকার নিশ্চিত করা সরকারের অপরিহার্য দায়িত্ব। এই খাতকে দুর্নীতিমুক্ত করতে হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।’

নাগরিক ঐক্যের এ সভাপতি আরও বলেন, ‘শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, এর সঠিক প্রয়োগ প্রয়োজন।’

তিনি পরামর্শ দেন জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হলে এই খাতে উন্নতি আনা সম্ভব।

মাহমুদুর রহমান মান্না বলেন, জবাবদিহি নিশ্চিত হলে কর্মকর্তাদের মধ্যে ভয় কাজ করবে এবং দুর্নীতি করার প্রবণতা কমবে।

Ad 300x250

সম্পর্কিত