leadT1ad

প্রার্থীদের মোটরসাইকেল র‌্যালি নিষিদ্ধ করল জামায়াত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ২২: ১৪
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

নির্বাচনী প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে জামায়াতে ইসলামী। এখন থেকে আর মোটরসাইকেল শোভাযাত্রা করতে পারবেন না দলটির কোনো প্রার্থীরা। আজ সোমবার (২৪ নভেম্বর) জামায়াত আমিরের এ-সংক্রান্ত নির্দেশনা সারাদেশের শাখাগুলোতে পাঠানো হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের স্ট্রিমকে এ তথ্য জানিয়েছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকাসহ সারাদেশেই মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে প্রচার চালাচ্ছেন জামায়াতের প্রার্থীরা। সম্প্রতি বিভিন্ন স্থানে এসব শোভাযাত্রায় দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটেছে। মূলত এ কারণেই দলটির শীর্ষ নেতৃত্ব দাঁড়িপাল্লার প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রা করায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

গত ১৪ নভেম্বর রংপুরের গঙ্গাচড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রার সময় দুর্ঘটনার শিকার হয়ে নুর আলম (৫৮) নামে এক কর্মী নিহত হন। তিনি রংপুর নগরীর ১ নম্বর ওয়ার্ড হাজীরহাট এলাকার মৃত মনছুর আলীর ছেলে।

আমিরের নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলা বা মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র‍্যালি ও মোটর শোভাযাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এসব কর্মসূচিতে কয়েকটি দুর্ঘটনা ও আহতের প্রেক্ষাপটে আমিরে জামায়াত এখন থেকে সব জেলা বা মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র‍্যালি ও শোভাযাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত