leadT1ad

ভাসানী এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিলেন: জোনায়েদ সাকি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২২: ১৯
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সংগৃহীত ছবি

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন উল্লেখ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্যই ভাসানীকে স্মরণ করা প্রয়োজন।

আজ রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘মওলানা ভাসানী ও গণঅভ্যুত্থানের রাজনীতি: বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারলে ফ্যাসিস্টদের বিতাড়ন করা সম্ভব হবে না। ঠিক এখানেই গণঅভ্যুত্থানের রাজনীতি ও মওলানা ভাসানীর দিশা খুব জরুরি। রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড় করাতে হলে তার প্রাথমিক ভিত্তি হতে হবে ন্যায়বিচার।’

জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃতি বিশ্লেষণ করে তিনি বলেন, ‘এবারের গণঅভ্যুত্থানে লুটপাট, দুর্নীতি, রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে ধনসম্পদ আহরণ, শোষণ, বৈষম্য, বঞ্চনার বিরুদ্ধে আমাদের খেটে খাওয়া মানুষেরা লড়াইটা করেছেন। ১৬ জুলাই আমাদের আবু সাঈদের আত্মদানের পরে মানুষ যে জেগে উঠেছে এবং পরবর্তীকালে যে বিরাট গণঅভ্যুত্থান হয়েছে, তাতে শ্রমিক, কৃষক, শ্রমজীবী, মেহনতি তরুণদেরই অংশগ্রহণ বেশি। নারী, পুরুষ, সকল জাতি, সকল লিঙ্গীয় পরিচয়ের মানুষরা সেখানে ছিলেন। সুতরাং প্রত্যেকের ন্যায্য হিস্যা দিতে হবে।’

দেশের শাসন ব্যবস্থা প্রসঙ্গে সাকি বলেন, ‘১৯৭২ সালে যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে তার সংবিধান, ক্ষমতাকাঠামো, বিচারব্যবস্থা, আর্থসামাজিক ব্যবস্থাসহ প্রাতিষ্ঠানিক স্তরে ন্যায়বিচারের জায়গা তৈরি হয়নি। যদি ন্যায়বিচার প্রতিষ্ঠা হতো, তাহলে রাষ্ট্র এইরকম ভয়ঙ্কর অবস্থায় কখনো যেতে পারতো না।’

৮ দলীয় জোটের রাজনৈতিক অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে জোনায়েদ সাকি বলেন, ‘জামায়াত ইসলামীসহ আটটি রাজনৈতিক দল পরিষ্কার করে বলেছে যে, তাদের দাবি পূরণ না হলে তারা নির্বাচন হতে দেবে না। এই হুমকি তারা কাকে দিচ্ছেন? ন্যূনতম জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আমাদের এই গণতান্ত্রিক উত্তরণটা করতে হবে। চাপিয়ে দেওয়ার রাজনীতি দিয়ে কিংবা কোনো কর্মসূচি দিয়ে এই গণতান্ত্রিক উত্তরণ সফল হবে না।’

তিনি গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যেতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। আলোচনা সভায় গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত