leadT1ad

বাউলদের ওপর হামলা ন্যাক্কারজনক: মির্জা ফখরুল

বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক বলে নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি মনে করি বাউলদের ওপর হামলা, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঠাকুরগাঁও

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক থেকে নেওয়া ছবি

বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক বলে নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি মনে করি বাউলদের ওপর হামলা, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাউল আবুল সরকারের মুক্তি এবং মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার বিচার দাবিতে আজ দুপুরে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছিল। তবে ওই সমাবেশের আগে শহরের কোর্ট চত্বরে হামলায় দুই বাউলশিল্পী আহত হন।

পরে বিএনপি মহাসচিব বলেন, বাউলরা বাংলাদেশের আবহমান সংস্কৃতি, গ্রাম বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যারা মাঠে-ঘাটে-প্রান্তরে গান গেয়ে বেড়ান। তাদের ওপর হামলাকে ‘উগ্র ধর্মান্ধদের’ হামলা আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা সঠিক নয়। এই ধরনের হিংসার পথ বেছে নেওয়া কারো কাম্য নয়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।’

Ad 300x250

সম্পর্কিত