leadT1ad

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন শামছুল ইসলাম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৮: ২৯
বিএনপির চেয়াপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম। সংগৃহীত ছবি

বিএনপির চেয়াপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম। আজ বুধবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’র দায়িত্ব দেওয়া হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে গত ২ ডিসেম্বর তাঁকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকার। ওই দিনই তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মোতায়েন করা হয়। এ ছাড়া বিএনপির শীর্ষ এ নেতার নিরাপত্তায় রয়েছে ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ)।

খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকেই তাঁর ছেলে দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানো তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হলে সামনে আসে নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যু। এরমধ্যে ১২ ডিসেম্বর বিএনপি জানায়, লন্ডন থেকে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান।

বিএনপি এক শীর্ষ নেতা জানিয়েছেন, তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুতি নিচ্ছে দল। ইতোমধ্যে সিএসএফের (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স) সদস্যসংখ্যা ১০ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে। এ ছাড়া বিশেষ বুলেট প্রুফ গাড়ি আমদানি করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত