leadT1ad

ঢাবির ১৮ হলে ছাত্রদলের নতুন কমিটি

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১৫: ২৩
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (৮ আগস্ট) সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। নতুন এই কমিটিগুলোতের মোট ৫৯৩ জন নেতাকর্মীকে বিভিন্ন পদে মনোনীত করা হয়েছে।

নতুন ঘোষিত এই কমিটিগুলোতে প্রত্যেক হলে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সদস্যসচিবসহ ৩ থেকে ৬১ জন পর্যন্ত সদস্য রয়েছেন। তবে কয়েকটি ছাত্রী হলে ছোট আকারে কমিটি দেওয়া হয়েছে—যেখানে সদস্য সংখ্যা ৩ থেকে ৮ জন।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানান, ছাত্রসংগঠন হিসেবে ঢাবির প্রতিটি হলে সাংগঠনিক কাঠামো জোরদার করতে ও আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে এই কমিটি গঠন করা হয়েছে।

হলে হলে আহ্বায়ক কমিটি

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ৫১ সদস্যের কমিটির আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিজভী আলম এবং সদস্যসচিব জোবায়ের হোসেন।

কবি জসীমউদ্‌দীন হল: ৪৩ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শেখ তানভীর বারী হামিমকে। আর সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল ওহেদ এবং সদস্যসচিব মেহেদী হাসান।

মাস্টারদা সূর্যসেন হল: মনোয়ার হোসেন প্রান্তকে আহ্বায়ক, লিয়ন মোল্যাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. আবিদুর রহমান মিশুকে সদস্যসচিব করে ৪৭ সদস্যের কমিটি দেওয়া হয়েছে।

বিজয় একাত্তর হল: তানভীর আল হাদী মায়েদকে আহ্বায়ক, সুলতান মো. সাদমান সিদ্দিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাকিব বিশ্বাসকে সদস্যসচিব করে ৫৪ সদস্যের কমিটি দেওয়া হয়।

শেখ মুজিবুর রহমান হল: ৫৪ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক সাঈফ আল ইসলাম দীপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনভী মোশাররফ এবং সদস্যসচিব মো. সিহাব হোসেন (শাহেদ)।

হাজী মুহম্মদ মুহসীন হল: সবচেয়ে বড় কমিটি দেওয়া হয় এই হলে; যার সদস্য সংখ্যা ৬১। আহ্বায়ক করা হয়েছে আবু জার গিফারী ইফাতকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তানভীর আহমেদ জিয়াম এবং সদস্যসচিব মনসুর আহমেদ রাফি।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ৫৬ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুল হক আনান এবং সদস্যসচিব শাহরিয়ার লিয়ন।

সলিমুল্লাহ মুসলিম হল: ১৮ সদস্যের কমিটিতে আহ্বায়ক তাওহিদুল ইসলাম (তাইমুন), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেন এবং সদস্যসচিব সৈয়দ ইয়ানাথ ইসলাম।

স্যার এ এফ রহমান হল: ৩৯ সদস্যের কমিটিতে আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান মুন্না এবং সদস্যসচিব মো. মাহদীজ্জামান জ্যোতি।

জগন্নাথ হল: ৩৪ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক মধুসূদন কুন্ডু হৃষীকেশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ পাল এবং সদস্যসচিব প্রসেনজিৎ বিশ্বাস।

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল: ৪৮ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ এবং সদস্যসচিব মো. জুনায়েদ আবরার।

ফজলুল হক মুসলিম হল: ৩৬ সদস্যের কমিটিতে আহ্বায়ক আবিদ হাসনাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বি এম ফাহিম শাহরিয়ার দীপ্ত এবং সদস্যসচিব মো. মেহেদী হাসান রুমী।

অমর একুশে হল: ২৫ সদস্যের কমিটিতে আহ্বায়ক মো. আসাদুল হক আসাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহনোমান জিওন এবং সদস্যসচিব আব্দুল হামিদ।

নারী হলগুলোতে কমিটি

রোকেয়া হল: ৮ সদস্যের কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন আহ্বায়ক শ্রাবণী আক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রাবন্তী হাসান বন্যা এবং সদস্যসচিব আনিকা বিনতে আশরাফ।

শামসুন নাহার হল: ৫ সদস্যের কমিটিতে আহ্বায়ক তায়েবা হাসান বিথী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা এবং সদস্যসচিব রাবেয়া খানম জেরিন।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: মাত্র ৪ সদস্যের কমিটির আহ্বায়ক মালিহা বিনতে খান (অবন্তী) এবং সদস্যসচিব জান্নাতুল ফেরদৌস ইতি।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল: ৩ সদস্যের কমিটিতে আহ্বায়ক নওশিন নাহার অথি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শারমিন খান এবং সদস্যসচিব জান্নাতুল ফেরদৌস পুতুল।

কবি সুফিয়া কামাল হল: ৭ সদস্যের কমিটির নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক তাওহিদা সুলতানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকিয়া সুলতানা আলো এবং সদস্যসচিব তাসনিয়া জান্নাত চৌধুরী।

ঢাবি ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন হলে সংগঠনের কার্যক্রম অচল হয়ে পড়ায় সাংগঠনিক শক্তি পুনর্গঠনের অংশ হিসেবে এ কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের আশা, নতুন কমিটির মাধ্যমে ছাত্রদল আবারও হলভিত্তিক রাজনীতিতে সক্রিয় ও দৃশ্যমান হবে।

Ad 300x250

সম্পর্কিত