leadT1ad

ধর্ষণ ও সহিংসতার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা

স্ট্রিম ডেস্ক
গণসংহতি আন্দোলন। সংগৃহীত ছবি

খাগড়াছড়িতে এক আদিবাসী স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে কর্মসূচি চলাকালে তিনজনের মৃত্যু ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এই নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, ‘গত মঙ্গলবার খাগড়াছড়িতে একজন আদিবাসী স্কুল শিক্ষার্থীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনার পর প্রতিবাদ চলাকালেই আজকে এই হতাহত ও অগ্নিসংযোগের ঘটনায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ।’

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অবিলম্বে ধর্ষণ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

Ad 300x250

সম্পর্কিত